করোনা ভাইরাস যা এখন গোটা বিশ্বে বিপদের একটা নাম। যার কারনে মানুষ ঘর থেকে বাইরে বের হয় না। কোন ঠান্ডা জাতীয় খাবার খায় না। যার কারনে দিন মজুর খেতে পায় না।স্কুল বন্ধ থাকে। সারা বিশ্ব বিপদের মুখে রয়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৭ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ মারা গেছে। আমাদের বাংলাদেশেও এর প্রভাব পরেছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৪৯ জন এই রোগে আক্রান্ত হয়েছে। আর তাদের মধ্য থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৫ জন মানুষ মারা গেছেন।
এই কারনে বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছেন।তাতে আমরা কিছুটা হলেও শান্তিতে রয়েছি।তারা আমাদের দেশ যাতে করোনা ভাইরাস এ আক্রান্ত না হয় তার জন্য ফ্লাইট বন্ধ করেছেন।এছাড়াও সব জেলায় পুলিশ সেনাবাহিনি র্যাব নৌ বাহিনি নিয়োগ করেছেন।এছাড়া দোকান পাট শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিয়েছেন।তারপর আমাদের দেশে যে খাত অধিক টাকা উপার্জন করা হয় গার্মেন্টস কল কারখানা বন্ধ করে দিয়েছেন। তার পর তারা বিভিন্ন গরিব মানুষ দের চাল বিতরন করছেন।এতে গরিবরা না খেয়ে মারা যাবে না। তারা সুস্থ বাবেই বেচে থাকবে। তবে আল্লাহ যদি আমাদের উপর রহমত নাজিল করেন তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাব। তাছাড়াও আমাদের সরকার আরও অনেক পদক্ষেপ নিয়েছে যার আমাদের দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারতেছে। এছাড়া তারা হাসপাতাল গুলো খোলা রেখেছেন যাতে কারো কোন সমস্যা না হয়।
- আমরা আমাদের সরকারের গৃহীত আইন গুলো মেনে চলব। আর সব থেকে বড় কথা হল আমরা পাচ ওয়াক্ত নামাজ পরবো।তাহলে আল্লাহ সব ঠিক করে দেবেন।আর আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। ঠান্ডা কিছু খাব না। তাহলে আমরা করোনা থেকে বেচে থাকতে পারবো।আল্লাহ আমাদের রহমত করবেন। আমরা ধৈর্য ধারন করবো।তাহলে আমরা এই ভাইরাস থেকে বেচে থাকতে পারবো আর যিনি এই রোগ দিয়েছেন তদাপরি তিনি আমাদের বাচিয়ে রাখবেন।সবাই ধন্যবাদ জানাচ্ছি। আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।আমরা সব সময় সূরা পাঠ করব।আর আল্লাহ জিকির করবো।তিনিই আমাদের রক্ষা করবেন তিনি পরম দয়ালু।
আমিন
Good post
Valo
Gd
Gd pst
good
ধন্যবাদ।
Valo post
Nice
Ami jani tar por o pore valo laglo
Gd
Gd
Good
সুমদ
Tnx for information
Nice
Nice
Nice
nice
Nice
Good post….
ভাল
Nice post
good post.
good post
Good
Nice writing
Hm
nice post
Ok
ok