কল্পনার দুটি রূপ একটি সিনথেটিক ইমাজিনেশন’ বা সংশ্লেষী কল্পনা এবং অপরটি ‘ক্রিয়েটিভ ইমাজিনেশন’ বা সৃজনশীল কল্পনা। সংশ্লেষী কল্পনা এ কল্পনা শক্তির সাহায্যে লােকে পুরানাে ধ্যান ধারণা, আইডিয়া কিংবা পরিকল্পনাকে নতুন কম্বিনেশন বা সংযুক্তিতে যুক্ত অথবা মিশ্রণ ঘটাতে পারে। তবে এ শক্তি বা ক্ষমতাটি কিছুই সৃষ্টি করে না। এ অভিজ্ঞতা, | শিক্ষা এবং পর্যবেক্ষণ নিয়ে কাজ করে যা এই কল্পনার মাঝে প্রবেশ করানাে হয়।
এ শক্তি বেশিরভাগই ব্যবহার করে থাকেন আবিষ্কর্তারা, তবে দু’একজন
ব্যতিক্রমীও রয়েছেন যারা সৃজনশীল কল্পনা নিয়ে কাজ করেন যখন তিনি সংশ্লেষী কল্পনা দিয়ে নিজের সমস্যার সমাধান করতে পারেন না, তখন। | সৃজনশীল কল্পনা সঙ্গে অসীম বুদ্ধিমত্তার সরাসরি সংযােগ ঘটে। এ শক্তির সাহায্যে ‘অনুমান অনুপ্রেরণা’ ইত্যাদি বিষয়গুলাে মনের মধ্যে রিসিভ করা হয়। এ শক্তির দ্বারাই | সকল বেসিক কিংবা নতুন আইডিয়াগুলাে দেয়া হয় মানুষকে। এই শক্তি বা ক্ষমতার সাহায্যে মনের অন্যান্য চিন্তার কম্পন রিসিভ করা হয় । এর সাহায্যেই অন্য মানুষের অবচেতন মনের সঙ্গে যােগাযােগ ঘটানাে সম্ভব। সৃজনশীল কল্পনা শক্তির সাহায্যে মানুষের অসীম মনের সৃজনশীল কল্পনা কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং | ফিন্যান্সের মহারথীসহ প্রখ্যাত চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, কবি এবং লেখকরা বিখ্যাত হতে পেরেছেন তারা সৃজনশীল কল্পনা শক্তিকে কাজে লাগিয়েছিলেন বলে ।
সংশ্লেষী এবং সৃজনশীল, উভয় কল্পনা শক্তিই ব্যবহারের মাধ্যমে অধিকতর সতর্ক হয়ে ওঠে, যেভাবে ব্যায়ামের মাধ্যমে শরীরের পেশী পুষ্ট করে তােলা হয়, সেরকম। বিমূর্ত, এটি মূল্যহীন যদি না এটিকে শরীরী রূপ দেয়া হয়। আকাক্ষা একটি চিন্তা, একটি আবেগমাত্র। এটি ঝাপসা এবং স্বল্পস্থায়ী । আপনি যদি নির্জীব থাকেন তাহলে আপনার কল্পনাশক্তিও দুর্বল হয়ে যেতে পারে। এ শক্তির মৃত্যু ঘটে না তবে ব্যবহারের অভাবে নিশ্চল হয়ে পড়ে। আপনার মনােযােগ কেন্দ্রীভূত করুন কিছুক্ষণের জন্য হলেও যাতে আপনার সংশ্লেষী কল্পনার উন্নতি ঘটে। কারণ আকাংক্ষা টাকায় রূপান্তর ঘটাতে হলে এ শক্তির ব্যবহার প্রায়ই প্রয়ােজন হয়ে পড়বে। বাস্তবে যার নাম টাকা, এ জন্য প্রয়ােজন পরিকল্পনা। আর এ পরিকল্পনা তৈরি হবে কল্পনার সাহায্যে বিশেষ করে সংশ্লেষী শক্তির সাহায্যে। একাধিক পরিকল্পনা তৈরিতে আপনার কল্পনা শক্তিকে কাজে লাগান। আপনার কাজে লাগে এরকম নির্দেশাবলী বেছে নিন, পরিকল্পনাগুলাে নােট করুন খাতায়, যদি আপনি ইতােমধ্যে তা করে না থাকেন