আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা সকলে? আমি আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কাগজের নৌকা নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, কিছু কথা এবং ডায়লগ (Paper Boat Quotes In Bangla)।
মনে আছে কি আপনাদের সেই ছোট বেলার কথা? কাগজ দিয়ে নৌকা বানিয়ে কতই না মজা করতাম। সত্যি বলতে ছোট বেলায় বৃষ্টি পড়ার সময় কাগজের নৌকা বানিয়ে ভাসানোর দিনগুলি সত্যি বড় স্মৃতি মাখা দিন ছিল। অবশ্য ইন্টারনেট ব্যবহার এবং স্মার্টফোন ব্যবহার বাড়ার পর থেকে এসব কম দেখা মেলে। এখন বয়স ভেদে সবাই সারাক্ষণ মোবাইল এবং ইন্টারনেট নিয়ে ব্যস্ত। তবে আমরা অনেকে একজন ছোটবেলার সেই স্মৃতিচারণ গুলো মিস করি। তখনকার সময়ের কাগজে বানানো সে নৌকা দিয়ে খেলার স্মৃতি কখনো যেনো ভুলার মত নয়।
আমাদের ছোটবেলার স্মৃতি আগলে রাখতেই আজকের এই আর্টিকেল। আজকের আর্টিকেলের কিছু কথা বা ডায়লগ এর দ্বারা আমরা আবারও সেই ছোটবেলার মুহূর্তগুলোতে যাওয়ার চেষ্টা করবো। শুরুতে অনেক কথা বলে ফেলেছি, চলুন মূল বিষয়ে আসি।
কাগজের নৌকা নিয়ে কিছু রোমান্টিক ডায়লগ বা কথাঃ
১. বৃষ্টির সময় কাগজের নৌকা চলতে দেখতে কতই না সুন্দর লাগে। কিন্তু যখন তারা ছিঁড়ে যায়, ভেঙে পড়ে এবং হারিয়ে যায় তখন এটি খুবই হৃদয়বিদারক।
২. হয়তো এই নৌকা সত্যিকারের নৌকা নয়, হয়তো এই নৌকা চালনা করা সম্ভব নয়, হয়তো এই নৌকায় প্রাণ নেই, হয়তো এই নৌকা হালকা স্রোতে ভেঙে যায়, কিন্তু তবুও এই কাগজের নৌকায় প্রত্যেকটা শিশুকে শৈশবের আনন্দ এবং মজা করতে দিয়ে থাকে। সেই সাথে জীবনে জুড়ে দেই একরাশ স্মৃতি।
৩.পানিতে ভাসমান কাগজের নৌকা যেমন যেকোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, তেমনি এই মানবদেহও যেকোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে।
৪. এক টুকরো কাগজে তোমার নাম লিখেছি শতবার, কাগজের নৌকা বানিয়ে তা ছেড়ে দিয়েছি.. আমার কান্নার সাগরে।
৪. বাস্তবের কঠোর আলোয় বিভ্রম ভেঙ্গে যায়। অন্যদের অনুমান কাগজ পুতুল, কোন বস্তু ছাড়া। তুমি বৃষ্টিতে কাগজের নৌকা কোথায় ভাসিয়ে দিচ্ছ? (সুজান ওয়াগনার)
৫. আমার এই কাগজের নৌকাগুলি ঘণ্টার পর ঘণ্টা ধরে নাচতে বোঝায়, এবং কোনও গন্তব্যে পৌঁছায় না। (রবীন্দ্রনাথ ঠাকুর)
৬. মাঝে মাঝে আমি ভাবি আমার অভ্যন্তর আসলে কি। একটি হৃদয় যে চিন্তা, যা প্রবাহিত জলের উপর ছোট কাগজের নৌকার মতো হেলে যায়। (ওরহান পামুক)
৭. আজ অনেকদিন পর নৌকায় উঠলাম। মাঝি যখন নৌকা ঠেলছিলো তখন মনে পড়লো ছোট বেলায় কাগজ দিয়ে তৈরি করে ভাসানো সেই নৌকার কথা এবং ছেলেবেলার কথা।
৮. কাগজের তৈরি প্লেনটা উড়ে না আজ মুক্ত আকাশে। বৃষ্টির সময় কাগজের তৈরি নৌকা বানিয়ে ভাসানো আজ হয়ে গেছে পুরনো, এখনতো সবাই মোবাইল ফোনতে ব্যস্ত, তাইতো ভুলে গিয়েছে তারা কাগজের নৌকা বানানো।
৯. এই নৌকা সাধারণ কোনো নৌকা নয়, এটি আমাদের অনুভূতি।
এই ছিল ছোট বেলার স্মৃতিচারণে কাগজের নৌকা নিয়ে কিছু ডায়লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ