আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই করি সবসময়। কাশফুল নিয়ে ছোট ক্যাপশন –
বছর ঘুরতে আবার বাংলা মাসের ক্যালেন্ডার ঘুরিয়ে এসেছে শরৎ।বর্ষার প্রচন্ড বৃষ্টির প্রহরে যখন আকাশে সাদা সাদা মেঘের ভেলা দেখা যায় তখনই শরৎ এসেছে বলে বুঝা যায়। কিন্তু শরতের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম হল কাশফুল। বর্তমানে শরৎ বলতে তাই অনেকেই শরতের অন্যতম আকর্ষণ কাশফুলকে। বুঝায়। তাই প্রতিবার শরৎ আসলেই কাশফুলকে নিয়ে বেশ মাতামাতি হয়ে উঠে সকল বয়সের মানুষের মাঝে। তারা হরেক রকম ক্যাপশন ব্যবহার করে থাকে কাশফুল নিয়ে। চলুন জেনে নেই কাশফুল নিয়ে প্রচলিত কিছু ক্যাপশন নিয়ে।
১.কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়
তাহলে আর কখনো ছেরে যাব না তোমায়।
২.সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এল শরৎ।
৩.সাদা রঙের কাশ দিল আজ ছুটি
কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।
৪.প্রকৃতি তার আপন নিয়মে ছুটে
কাশফুল তবে এল আজ ফিরে।
৫.জীবন যৌবন পার হলেও
কাশফুলের রুপ অপরিবর্তিত হয়ে থাকে।
৬.কাশফুল কাশফুল আজ তোমার ছুটি
চল তাহলে আজ আমার সাথে বাড়ি।
৭.আকাশে সাদা মেঘ আর সাদা শুভ্রতার কাশফুল
আমাদের জানান দেয় চলে এলো দেবি দূর্ঘার আগমন।
৮.কাশফুল যেমন ক্ষণস্থায়ী
তেমনি করে আমাদের জীবন বেশ ক্ষণস্থায়ী।
৯.কাশফুলের সাদার শুভ্রতায়
মন চায় হারিয়ে যাই অজানায়
১০.শরতের এক অন্যতম নিদর্শন হল কাশফুল
যার দৃষ্টিনন্দন রুপ বার বার মুগ্ধ করে আমায়
ধন্যবাদ সবাইকে।আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। সামনে এমন আর্টিকেল পেতে চাইলে আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন