Cheap price backlink from grathor: info@grathor.com

কিছু বিষয় না শিখলেও নয়

আসসলামুয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। এই করোনার সময় নিশ্চয় সর্তক আছেন। আমি আজকে একটা পোষ্ট লিখলাম কিছু শিখার মতো বিষয়।। কারন আমরা মুসলিম আমাদের কোরান সবারই জানা। ভালো করে জেনে রাখা ভালেো

ভাইরা আজ বেচে আছি কিছু ভাবছি না পরকালের কথা অনেক পাপ করছি কাল যদি কিয়ামতে আল্লাহ প্রশ্ন করে যে কেন এ পাপ করছি তাহলে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। তাই আমরা নবীর উম্মত নবীর কালিমা নবীর সুন্নাহ ধরে জিবন গড়ি।আজ যদি কোন ভালো কাজ করি তাহলে কাল পরকালে আল্লাহর কাছে কিছু নিয়ে যেতে পারব আল্লাহ দায়া করে জান্নাতে ঘর করেন দিবেন।

তার জন্য কোরান জানা দরকার নামাজ দরকার।মানুষের বিপদে সাহায্য করা দরকার যদি সবটা নাও জানি তাও কিছু জেনে রাখার দরকার তাই কিছু কোরাআন এ আলোকে পোষ্ট লিখলাম আশা করি সবার ভালো লাগবে। কোরানের কিছু কথা না জানলেই নয়। কোন সুরায় কত সোয়াব কোন সুরা পাঠ করলে কিয়ামত দিন সুন্দর এসব কিছু নিয়ে আমার মতো করে একটা পোষ্ট চলেন শুরু করা যাক। 

পবিত্র কোরানে মোট সুরা সংখ্যা কতটি? উঃ১১৪ টি।

পবিত্র কুরআন এ প্রথম সুরার নাম কি? উঃসুরা ফাতিহা।

কোরানের সবচেয়ে বড় সুরার নাম ?? উঃ সুরা বাকারা।

কোরানের মধ্যে সবচেয়ে ফজিলত পুর্ন আয়াত কোনটি? উঃআয়তুল কুরসি।

কোন সুরা পাঠ করলে ১৫ পারা কোরআন পাঠের সোয়াব পাওয়া যায়? উঃআয়তুল কুরসি।

পবিত্র কুরআনে কোন সুরা প্রথমে পুর্নরুপে নাজিল হয়? উঃ সুরা ফাতিহা।

ফরজ নামাজের পর কোন সুরা পাঠ করলে জান্নাতে যাওয়া বাধা থাকে না? উঃআয়তুল কুরসি।

কোন সুরা প্রতি রাতে পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? উঃ সুরা মুলুক।

কোন সুরা কিয়ামতে পাঠ কারীর জন্য সুপারিস করবে? উঃ সুরা মুলক।

কোরানের কোন সুরা কোরানের এক তৃতীয়াংশের সমান? উঃ সুরা ইসলাস।

কোন সুরার প্রতি ভালোবাসা থাকলে মানুষকে জান্নাতে নিয়ে যাবে?? উঃসুরা ইখলাস।

কোন সুরা ১০ বার পাঠ করিলে জান্নাতে একটি প্রাসাদ তৈরি হয়?? উঃসুরা ইখলা।।

পবিত্র কোরআানের সৌন্দর্য কি? উঃ সুরা রাহমা।।

কোরানের কোন সুরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উওরঃসুরা কাহাফ এর প্রথম ১০ আয়াত।

পবিত্র কুরআনের কোন দুটি সুরা জুমার নামাজে তিলাওয়াত  করা সুন্নত? উঃসুরা আলাও গাশিয়া।

পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? উঃ ২৩ বছরে।

হয়রত মোহাম্মদ (সাঃ) এর নামটি পবিত্র কুরআন এ কত স্থানে উল্লেখ আছে?

উঃ চার স্থানে।সুরা আল ইমরান (১১৪নং আয়াত)সুরা আহযাব (৪০নং আয়াতে)সুরা মোহাম্মাদ (২ নংআয়াত)সুরা ফাতাহ।

পবিত্র কুরআনে কোন আয়াত সর্বপ্রথম নাজিল হয়?

উঃ সুরা আলাক এর প্রথম পাচটি আয়াত।

পবিত্র কুরআনে সব চেয়ে ছোট সুরার নাম ??

উঃ সুরা কাওসার।

কোরান হলো এমন একটি কিতা।। যে জাতি মানবে সে তার ফল পাবে। যে নামবে না সে পাবে না। এটি একটি শ্রেষ্ঠ কিতাব।মানুষ এমন একটি কিতাব পেয়েছে যা অনুসরন করে চললে জান্নাতে যাওয়া কোন বাধা থাকবে না ।। কোরান দিয়ে জিবন সমাজ রাষ্ট্র সব কিছু পরিচালনা করা সম্ভব।যত চিকিৎসা যত আধুনিক যন্ত্রপাতি তা কোরান গবেষণা করে তৈরি করা হয়েছে।কবরের আযাব থেকে মাফ পেতে হলে কোরআান পাঠের কোন বিকল্প নেই।দুনিয়ায় সফলতা অর্জন করা ব্যক্তি অনেকে সেদিন ব্যর্থ হয়ে পড়বে কোরআান না জানার বা না পড়ার কারনে। আমরা চেষ্টা করব পরকালে জাহানাম থেকে বাচার জন্য। তাই নিজে কোরআন পড়ব অন্যেকে পড়ার দাওয়াত দি।। এযুগে হয়ত কোরআন ছাড়া চলতে পারব কিন্তু ঐ জিবনে কোরআান ছাড়া পা ফেলানো রাস্তা থাকবে না। তাই আমরা চেষ্টা করব গ্রামে কোরআান শিক্ষার ব্যবস্থা করে দিন। অন্যকে সুযোগ করে দিন দিনের পথে আসতে। অন্যকে দাওয়াত দিন যদি কেউ আসতে না চায় তাহলে উপহার দিতে চেয়ে নিয়ে আসুন। ছোট ছোট বাচ্চাদের উপহার কিনে দিয়ে কোরাআনের পথে নিয়ে আসু।। নামাজের জন্য ডাকু।। বলুন টানা ৪০ দিন নামাজ পড়লে অনেক বড় উপহার দি।।

ঘরে থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য বিধি মেনে চলুন।নামাজ কায়েম করুন।

কিছু খন পর পর সাবান কিংবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত পরিস্কার করুন।

সামাজিক দুরুত্ব বজায় রাখুন। ৩ ফিট দুরে অব্থান করুন।

মাস্ক পরিধান করুন।

সুস্থ থাকুন  

Related Posts

6 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No