- #অনলাইন ইনকাম# ইন্টারনেট একটি যোগাযোগের মাধ্যম । দেশ বিদেশের খবরা- খবর এর মাধ্যম। আর ইন্টারনেটকে যদি করি অর্থ উপার্জনের মাধ্যম তবে ক্ষতি কি? অনলাইনে আমরা অযথা সময় ব্যয় করছি ।এই অযথা সময় ব্যয় না করে যদি ইন্টারনেট কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারি তবে কিছুটা হলেও বেকারত্ব গুজবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
আমাদের দেশে দেখা গেছে কর্মসংস্থান থেকে জনসংখ্যা অনেক বেশি তাই বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে, আর নয় বেকারত্ব অনলাইন কে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করুন ,অনলাইনে আয় করুন নিজের ভবিষ্যৎ গডুন । অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে যেখান দিয়ে আপনারা খুব ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। সে সব কয়েকটি সাইটের নাম আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হলো-
১| Upwork
২| Fiverr
৩| Freelancer
৪| Job boy
৫| CPA Marketing
৬| YouTube
৭| picoworker/ microworker
৮| blogging
আরো অনেক ধরনের সাইট আছে যেখান থেকে প্রতি মাসে খুব ভালো মানের একটা ইনকাম করা যেতে পারে।
এখন কথা হলো এসব সাইটে কাজ করার জন্য তো যোগ্যতা লাগবে, আমরা তাহলে কাজের যোগ্যতা কোথায় পাবো?
কোনো ব্যাপার না। আপনি প্রথমে ইউটিউবে ভিডিও দেখে শুরু করতে পারেন, দেখবেন আপনার আশানুরূপ সাফল্য পাবেন৷
অর্থই অনর্থের মূল । আর নয় অনথ ।পার্টটাইম কাজ করে ভালো একটা অর্থ উপার্জন করা সম্ভব এর জন্য প্রয়োজন ধৈর্য এবং ইচ্ছা। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি অনলাইনে ইনকাম করে স্বাবলম্বী হবেন তবে সেই ইচ্ছাই আপনাকে পৌঁছে দেবে স্বপ্নের শিখরে । হাজার হাজার মানুষ অনলাইন দিয়ে ইনকাম করছে। আপনার কি মনে হয় আপনি যে নিউজ দেখছেন বিনোদন নিচ্ছেন গল্পের বই পড়ছেন এসবই এমনিতেই পাচ্ছেন ? না এমনিতেই পাচ্ছেন না তার বিনিময় তারা পাচ্ছে অর্থ যা দারা তারা উৎসাহিত । আর তার এই উৎসাহ নিয়েই কাজ করে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন নিউজ, বিনোদন ইত্যাদি তাই নিজে করে তুলুন নিজের কর্মসংস্থান ।অনেকে অনলাইন কে করে নিয়েছে নিজের বিজনেস এর মাধ্যম । বিজনেস করে অনেক মানুষ স্বাবলম্বী ।তাই আর দেরি নয় অনলাইন কে মাধ্যম বানিয়ে আপনি ও হতে পারেন স্বাবলম্বী ।
মাসে ৪-৫ হাজার ইনকাম কোন কাজ ছাড়াই প্রমান দেখে কাজ করুন।
আসসালামু আলাইকুম আর হে পড়লেই হবে না কাজ করুন তা না হলে লাভ হবে না। প্রথমেই আমি বলতে চাই। যে আমি...