হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো????
আমি আজকে তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। অনেকেই প্রশ্ন করে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়??? আবার অনেকে হয়তো জানেন না যে অনেক চেষ্টা করেও সঠিক প্রক্রিয়াটি বের করতে পারেন না !!!!তাই আমি সে সম্পর্কে আপনাদের জানাবো চলুন শুরু করা যাক……
।
*ইউটিউব কিঃ প্রথমে বলতে যাচ্ছি ইউটিউব কি??? আসলে একটি গুগল এর প্রোডাক্ট । এখানে আমি আপনি যে কেউ ভিডিও মেক করে আপলোড করতে পারি। আর এই ভিডিওগুলো মাধ্যমে ইনকাম হয়। অনেকেই হয়তো ভাবছেন আপনার তৈরি ভিডিও গুলো থেকে কিভাবে টাকা আসবে ????আসলে আপনাদের ভিডিও ইউটিউবে আপলোড দিবেন তারপরে ইউটিউব এর শর্ত গুলো মানা হলে এবং সঠিক সময়ে গুগলের এডসেন্স এপ্লাই করে আপনার ভিডিও তে অ্যাড বসাতে পারে…. আর এই এড গুলোর কারণে গুগল কিছু টাকা পেয়ে থাকে সেই টাকার কিছু অংশ আপনাদের মাঝে দিয়ে দেয় কিভাবে ইউটিউব থেকে ইনকাম হয়।
*চ্যানেল খুলাঃ প্রথমে আপনার দরকার একটি চ্যানেল। আর চ্যানেলটির জন্য আপনার লাগবে একটি জিমেইল অ্যাকাউন্ট। এরপর আপনার চ্যানেল অ্যাড করার পরে আপনার চ্যানেলটি ভেরিফিকেশন করতে হবে চ্যানেলের সুন্দর সুন্দর নাম দিতে হবে।
* চ্যানেল প্রফাইলঃ চ্যানেল প্রোফাইলে আপনার সুন্দর একটি পিকচার আপলোড করতে হবে এমনকি সেটা হতে পারে আপনার চ্যানেল সংক্রান্ত।
*ড্রেসক্রিপশনঃ আপনার চ্যানেলের ডেসক্রিপশন অনেক বড় হতে হবে এবং সেখানে আপনার চ্যানেল সংক্রান্ত সকল তথ্য থাকতে হবে যাতে আপনার ড্রেসক্রিপশন টি পড়ে সবাই বুঝতে পারে কি সংক্রান্ত ভিডিও আপনি দিয়ে থাকেন।
* ইউটিউব এর শর্ত গুলোঃ youtube এ শর্তগুলো অনেক কঠিন ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এক বছর সময় পর্যন্ত আপনাকে তারা টাইম দেবে এই সময়ের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইব, 10 হাজার ভিউ, এবং 4000 ঘন্টা ভিডিও ওয়াচ টাইম থাকতে হবে তাহলে আপনার ভিডিও গুলোতে এডসেন্স এর এড বসাতে পারবেন আর যখন থেকে এডগুলো হতে থাকবে তখন থেকে আপনার আসছে তো থাকবে এভাবে 100 ডলার জমা হলে আপনি পেমেন্ট পাবেন
………… সবাইকে ধন্যবাদ আমার এই পোস্টটি পড়ার জন্য আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন………………