আসসালামুআলাইকুম, আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে লিখবো। কিভাবে স্ত্রীর মন জয় করা যায়, স্ত্রীর মন জয় করার টিপস এবং দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াবেন।
কিভাবে স্ত্রীর মন জয় করা যায়, জয় করার টিপস
১: আপনি যখনি বাইরে থেকে বাড়িতে ফিরবেন আপনার স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসুন।এতে সে খুশি হবে এবং ভাববে যে তার স্বামী তার পছন্দের খেয়াল রাখে।
২:আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিতে মাসে অন্তত একবার গিফট করুন।মেয়েরা গিফট পেতে পছন্দ করে এবং এতে তাদের মন অনেকাংশে ভালো হয়ে যায়।
৩:ছুটির দিন গুলোতে বাইরে ঘুরতে যান। রেস্টুরেন্টে খাবার খেতে যান। এতে করে দুজন একসাথে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন এবং আপনাদের মধ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত হবে।
৪:ঘরোয়া কাজে স্ত্রীকে হেল্প করুন। মাঝেমধ্যে রান্নার টুকিটাকি কাজে হেল্প করুন।রান্নার কাজ করতে করতে যখন আপনার স্ত্রী ঘেমে যাবে তার কপালের ঘামটা মুছিয়ে দিয়ে বলুন, “তুমি এবার রেস্ট নাও,বাকি কাজ আমি করে দিচ্ছি”!মেয়েরা স্বভাবতই কেয়ারিং স্বামী খোঁজে। আপনার এতটুকু কথায় সে অনেকটা সন্তুষ্ট হবে।
৫: সময় পেলে স্ত্রীর চুল আচড়ে দিন। চুলে বেনী করতে করতে তার চুলের সৌন্দর্য বর্ণনা করুন।এতে আপনাদের মধ্যে মায়ার বন্ধন আরও শক্ত হবে।
৬: অবসর দিন গুলোতে স্ত্রীকে একটু স্বস্থি দিতে তার জামা কাপড় ধুয়ে দিন।
৭: সবসময় একসাথে খাবার খাওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে এক থালাতে বসেই খাবার খান।এতে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। দুজন দুজনের মুখে খাবারের লোকমা তুলে দিন।
৮: সপ্তাহের শুক্রবারে স্ত্রীর কাজ গুলো আপনি করার চেষ্টা করুন। যেমন:কাপড় ধোয়া, ঘর মোছা ইত্যাদি।এতে করে আপনার স্ত্রীর কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
৯: চাঁদনী রাত, বৃষ্টির দিনে ওইরকম রোমান্টিক মুহূর্ত গুলো স্ত্রীর সাথে উপভোগ করুন।
১০: স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন।যেমন: তোমার চোখ অনেক সুন্দর,তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর ইত্যাদি। আপনার কল্পনা জগৎকে তার সাথে মিলিয়ে তার সৌন্দর্য প্রকাশে ত্রুটি রাখবেন না।
১১: সামান্য থেকে সামান্য কাজেরও প্রশংসা করুন। স্ত্রীর হাতের রান্না যদি খারাপ ও হয় তবে প্রকাশ্যে তার দোষ ধরবেন না। মানিয়ে নিতে শিখুন।
১২: সম্ভব হলে একসাথে নামাজ পরার চেষ্টা করুন। মোনাজাতে জোরে জোরে বলুন”হে আল্লাহ! জীবনসঙ্গিনী হিসেবে তাকে পেয়ে আমি সন্তুষ্ট “!!তুমিও তার প্রতি সন্তুষ্ট থেকো।
১৩: স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমান,,এতে ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধাবোধটুকুও বাড়বে।
১৪: স্ত্রীকে কখনোই “তুই”সম্বোধন করে বলবেন না। কখনো গায়ে হাত তুলবেন না।
১৫: কোনো মেয়ের আলোচনা বা প্রশংসা স্ত্রীর সামনে করবেন না। মনে রাখবেন, এরা অনেক জেদি। আবার সন্দেহপ্রবণ ও। স্বামীর ভালোবাসার ভাগ এরা কাউকে দিতে চায় না।
১৬: স্ত্রীর কোনো আচরণ অপছন্দ হলে তা নিয়ে সরাসরি আলোচনা করুন।তাকে বোঝানোর চেষ্টা করুন। জোর করে বা রাগারাগি করে কিছু করবেন না।
১৭: স্ত্রী যখন সাজগোজ করে তখন তাকে পরামর্শ দিন। যে তাকে কোন শাড়িতে বা কোন চুড়িতে মানাবে। তার পোষাকের সাথে মানানসই সাজের পরামর্শ করুন। এতে করে আপনার স্ত্রী আপনার পরামর্শকে গুরুত্ব দিতে শুরু করবে।
১৮: সন্দেহ করা বা অবিশ্বাস এধরনের ব্যবহার স্ত্রীর সাথে করা থেকে বিরত থাকুন। এতে করে আপনাদের মনসাঙ্গিক ভালোবাসা অটুট থাকবে।
যারা নতুন দম্পতি, সদ্য বিয়ে করেছেন বিশেষত পারিবারিক ভাবে বিয়ে করেছেন এই টিপস গুলো মেনে চলুন।যেহেতু বিয়ের আগে স্ত্রীকে ভালোভাবে জানতে পারেননি,তার ভালোলাগা খারাপ লাগা সম্পর্কে আপনার ধারণা কম, তাই এই টিপস গুলো আপনাদের ভবিষ্যৎ জীবনকে সুখী ও সুন্দর করতে অনেকাংশে সাহায্য করবে।
লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি।অবশ্যই আপনার মন্তব্য লিখে জানাবেন,ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন।