আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশাকরি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের শিরোনাম মোবাইল কি দেখে মোবাইল কিনবেন এ টু জেট দেখে নিন। আজকাল প্রায় অধিকাংশ লোক সবাই স্মার্টফোন ইউজ করে কিন্তু কেনার সময় সবাই ঝামেলাতে পরে যে কি দেখি মোবাইল নেবে তোর কোন টেনশন করার নেই দেখুন। আজকে কি দেখে মোবাইল নেবে দোকান থেকে আজকাল প্রায় অধিকাংশ কোম্পানি খুব খারাপ ফোন বিক্রি করতেছে সেজন্য মোবাইল কেনার জন্য অবশ্যই সাবধান থাকবেন তা না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের কাজে আসি।
বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের কাজ শুরু করলাম।
মোবাইল কেনার জন্য আপনার প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কত টাকার মধ্যে আপনি মোবাইল নিবেন। সিদ্ধান্তর পর আপনি সব বুঝতে পারবেন মোবাইলের মধ্যে কি কি থাকা প্রয়োজন ফোন টিতে।। আর আরেকটি কথা আপনি কি ধরনের ফোন কিনতে চান আপনি ফোন কিভাবে ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু ফোন কিনতে হবে। আমি একটা সিম্পল দিলাম ধরেন আপনি গেম খেলার জন্য ফোন কিনছেন তাহলে আপনাকে ভালো প্রসেসর এবং র্যাম দেখে ফোন কিনতে হবে।
গেম খেলার জন্য তিন থেকে চার জিবি রাম ই যথেষ্ট। প্রসেসর নেওয়ার সময় অবশ্যই স্নাপড্রাগণ 665 অথবা মিডিয়াটেক হেলিও থ্রী ডবল টু এর প্রসেসর নিবেন তাহলে আপনারা দারুন গেম খেলতে পারবেন।। তবে অনেকে আবার আছে যারা ফোন কেনার সময় র্যাম বেশি দেখেন বেশি দেখে নি কেনে ধরেন 8gb র্যাম নিলেন। কিন্তু প্রসেসর ভালো কেনে না এতে এতে মোবাইলের ইস্পিড কিন্তু খুবই স্লো হয় এতে মোবাইল তাড়াতাড়ি গরম হয় প্রসেসর ভালো না হলে। তাই ফোন জন্য অবশ্যই ভালো প্রসেসর দেখে নেবেন তবে প্রসেসর র্যাম দেখলেই কিন্তু আপনার কাজ শেষ নয় আপনাকে ব্যাটারির দিকেও খেয়াল রাখতে হবে আপনারা ব্যাটারি সর্বনিম্ন 4000mh এর ওপরে নেবেন।
আর এর উপরে যত নিবেন তত ভালো। আর একটি কথা বলি সব সময় আপনি ভালো ডিসপ্লে 6 ইঞ্চি মতো নিবেন দেখে দিবেন। সর্বশেষে বলতে চাই যে আপনারা ফোন কেনার সময় দেখবেন যে আপনারা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে সুবিধা মনে হয় সেই অপারেটিং সিস্টেমের ফোন নেবেন অনেকে আবার আইফোন নিতে চায় আবার কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাই অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। ফোন কেনার সময় আপনারা সবসময় লরেঞ্জ এলিভেন এই রকমের মিডিয়াটেক নেবেন এগুলো সবচেয়ে ভালো।
আর না আবারও দেখা হবে পরবর্তী টিউনে ততক্ষণ পর্যন্ত সবাই ভাল থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ। লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন।