Cheap price backlink from grathor: info@grathor.com

কীভাবে অনলাইনে টাকা আয় করা যায়

আনলাইনে কী টাকা আয়

                     করা যায় ?

হ্যাঁ, অনলাইনে টাকা আয় করা যায় ।

     কীভাবে অনলাইনে টাকা 

                    আয় করবো? 

অনলাইনে টাকা আয় করার আনে মাধ্যম রয়েছে । তার মধ্যে অনেক কিছু কাজ আছে যা মোবাইল ফোন দিয়ে করা যায় । কিন্তু অনেকে অনলাইনে আসল কাজ না পেয়ে প্রতারণার শিকার হয় । অনলাইনে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে । আর যারা অন্যকে দিয়ে নিজের কাজ অনলাইনে করিয়ে নেন তাকে আউটসোর্সিং  বলে । কিন্তু এই ফ্রিল্যান্সিং এর কাজ এর বিভিন্ন ভাগ আছে । আপনার চিন্তা করার কোনো কারন নেই আমি এই ব্লগে তা নিয়ে আলোচনা করবো ।

ফ্রিল্যান্সিং কী ,কিভাবে শিখবেন?

ফ্রিল্যান্সিং বলতে অনলাইনের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি কাজ করে দেওয়াকে বুঝায় ।

ফ্রিল্যান্সিং এর অনেক ভাগ রয়েছে :

*ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (ওয়েব সাইট তৈরি করা) ।

*মোবাইল এন্ড ডেক্সটপ সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ( মোবাইল ও কম্পিউটারের জন্য সফ্টওয়্যার তৈরি করা) ।

*গ্ৰাফিক্স ডিজাইন ।

*আর্টিকেল লেখা ।

ইত্যাদি আরো অনেক কাজ রয়েছে । যার মধ্যে অনেক কাজ রয়েছে যা মোবাইলের মাধ্যমে করা যায় যেমন: আর্টিকেল লেখা ।মনে করেন আপনি মোবাইলের সম্পর্কে অনেক ধারনা আছে । এখন আপনাকে এই মোবাইলের সম্পর্কে যদি কেও লেখতে বলে তাহলে আপনি নিশ্চয়ই অনেক লিখতে পারবেন এবং এর জন্য সে আপনাকে কিছুই টাকা দিবে । এভাবে আপনার আয় টা হবে ।

 ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন  ?

আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও বা বিভিন্ন টিউটরিয়াল দেখে শিখতে পারবেন ।

একজন ফ্রিল্যান্সার এর আয় কত!!!!!

একজন ফ্রিল্যান্সার মাসে আয় কত করে তার কোনো লিমিট নেই । একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার মাসে মিনিমাম ২০-৩০ হাজার টাকা খুব সহজেই আয় করতে পারে । কিন্তু এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় । পৃথিবীতে কোনো কাজই সহজ না সব কাজেই শ্রম ও কষ্ট করতে হয় ।

আমি মোবাইল ব্যবহার করি আমি কোন কাজ ফ্রিল্যান্সিং এ করতে পারবো এবং কোথায় করবো?????

যারা মোবাইল ব্যবহার করেন আমার মতে তাদের জন্য সিপিএ মার্কেটিং এবং আর্টিকেল রাইটিং এর কাজ করতে পারবেন । এই কাজ গুলো আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন । আরো অনেক কাজ যা আপনি ইউটিউব থেকে দেখে শিখতে পারবেন।

ধন্যবাদ ……

আপনার মূল্যবান সময়ে আমার ব্লগটি  পরার জন্য ।

 

Related Posts

3 Comments

Leave a Reply