Cheap price backlink from grathor: info@grathor.com

কেউ পেয়েও চায় না আর কেউ চেয়েও পায় না

আজকাল খবরের কাগজ খুললে এবং খবর দেখতে বসলে যেই খবরটি সব থেকে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে ডাস্টবিনে নবজাতক ,কুকুরের মুখে নবজাতক এমন কিছু |

যারা এমনটি করে তাদের কাছে আমার প্রশ্ন কেমন করে তারা এমনটি করে | এই দেশে দিন দিন এটি বেড়েই চলেছে |ছেলেমেয়েদের বিয়ের পূর্বে অবাধ মেলামেশা,ধর্ষণ এটির মূল কারণ | এছাড়াও আরেকটি জিনিস লক্ষ্য করা যায় অনেকের বিয়ের পর ও অসময়ে ভুলবশত গর্ভধারণের জন্য বাচ্চাটিকে এবোরশন করে ফেলতে চায় |

তারা কি আদো জানে এই দেশে কত দম্পত্তি আছেন দিনের পর দিন একটি বাচ্চার জন্য কি পরিমান আহাজারি করে যাচ্ছেন | এমন অনেক মানুষ আছে যারা বিয়ের দীর্ঘসময় পার হলেও একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না | অথচ কিছু মানুষ নামের পশুগুলো কত সহজেই ছোট্ট একটি প্রাণ কে শেষ করে দিতে চায় |নিজেদের ভুলটার মাশুল দিতে হয় ছোট্ট প্রাণটিকে | অনেকেই আছেন যারা হাজার হাজার টাকা খরচ করে শুধু একটি সন্তানের মুখ দেখার জন্য | আর কিছু মানুষ তাদের ভুলের জন্য তাদের বাচ্চার প্রাণ কেড়ে নেয় |এই মানুষরূপী পশুগুলো কি কখনো জানে কেমন অনুভব হয় যখন হাজার হাজার বছর ধরে কেউ সন্তানের মা বাবা হতে পারেনা | অবশ্য এদের পশু বললেও পশুর অপমান হয় | কারণ পশু ও নিজের সন্তানকে অনেক ভালোবাসে |

মায়েদের কাছে নাকি সন্তানের মূল্য সব থেকে বেশি|বাকি সবার কথা যদি ছেড়ে কথা বলি একজন মা কিভাবে পারে তার নিজের করা ভুলের জন্য সন্তানের জীবন শেষ করে দিতে | কিছুদিন আগেই একজন মা তার বাসার ৫ তালার জানলা দিয়ে সন্তানকে পাশের ময়লা ফেলার স্থানে ফেলে দিলেন | সারারাত বাচ্চাটি ছিল পোকামাকড় এর মাঝে | তখন ছিল শীতকাল |সকালে এক ঝাড়ুদার কর্মী সকালে রাস্তা ঝাড়ু দিতে এসে ছোট্ট শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে | শিশুটি রীতিমতো শীতে কাঁপছিলো | নিষ্ঠুর মায়ের নিষ্ঠুর আচরণের কারণে জীবনের সাথে যুদ্ধ করে সে অবশেষে পরপারে পাড়ি জমালো | অবশ্য ভালোই হয়েছে একদিক দিয়ে | এই জনমে এতো স্বার্থপর মায়ের সন্তান হয়ে বাঁচার থেকে মরে গিয়েই বোধহয় সে বেঁচে গেলো | আমার প্রশ্ন সেই মায়ের কি সত্যি সেই রাতে ঘুম হয়েছিল | কি করে পারলো এই মা তার বুকের মানিককে ময়লা নর্দমায় স্থান দিয়ে নিজে সারারাত নরম বিছানায় ঘুমাতে | আসলেও কি উনি মা |জানি না হয়তো এই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই | | ১০মাস ১০দিন একটি শিশুকে নিজের ভিতর লালন পালন করে অঙ্কটা কত সহজ হলে তাকে ডাস্টবিনে ফেলে দেয়া যায় এই হিসাব আসলে কোনোভাবেই মিলে না | কথায় আছে জন্ম দিলেই শুধু সত্তিকারের বাবা মা হওয়া যায়না | উক্তিটি যেন দিন দিন খুব সত্য ভাবে প্রমাণিত হচ্ছে |

Related Posts

7 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No