বৈশ্বয়িক পরিবর্তনের ফলে মানুষের এখন পেশার পরিবর্তন হচ্ছে।আগের মতো মানুষ এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হতে চায় না।মানুষ এখন আশা রাখে মনে এগিয়ে যাওয়ার সেই সাথে আশাকে বাস্তবায়ন করা।সারাবিশ্বেই বর্তমানে প্রোগ্রামিংয়ের চাহিদা বেড়েই চলেছে।দিন দিন যন্ত্রের উন্নয়ন যেমন হচ্ছে সেই সাথে চাহিদা বেড়েই চলেছে প্রোগ্রামারদের।যারা কম্পিউটার এ প্রোগ্রাম রচনা করে তাকে বলা হয় প্রোগ্রামার।
আমার গত কিছু পোস্টে আমি পাইথন নিয়ে কিছু পোস্ট করেছি।আশা করি আপনারা উপকার পেয়েছেন। আজ তাই আলোচনা করব আরেকটি প্রোগ্রামিং ভাষা জাভা নিয়ে। জাভা খুব জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা।বিগত কয়েক বছর ধরে জাভা সবচেয়ে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।সারাবিশ্বের প্রায় ৯৪ ভাগ ওয়েবসাইট তৈরিতে জাভা ব্যবহৃত হয়ে থাকে।তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন জাভা কত বেশি জনপ্রিয় ভাষা হিসেবে পরিচিত।
জাভার ব্যবহার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে।নিচে জাভার কয়েকটি ব্যবহার তুলে ধরছি।জাভার ব্যবহারঃ
১.বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্ট তৈরির কাজে জাভা ব্যবহৃত হয়।
২.বিভিন্ন ওয়েবসাইট তৈরির কাজে জাভা ব্যবহৃত হয়।
৩.আমরা যখন কোন ব্রাউজার এ ব্রাউজ করেন
তখন বিভিন্ন ডায়লগ বক্স রয়েছে।সেই ডায়লগ বক্স তৈরিতে জাভা ব্যবহৃত হয়।
৪.আমাদের বিভিন্ন পোস্ট যখন আমরা বিভিন্ন সোশ্যাল সাইটে আপলোড করি সেটিতেও জাভার ব্যবহার রয়েছে।
৫.বিভিন্ন অনলাইন ফর্ম তৈরিতে জাভা ব্যবহৃত হয়।
৬.বিভিন্ন ইন্টারএকটিভ এনিমেশন তৈরির কাজে জাভা ব্যবহৃত হয়।
৭.বিভিন্ন ধরণের ভিডিও প্লেয়ার তৈরিতে জাভা ব্যবহার করা হয়।
৮.বিভিন্ন ড্রপআউট মেনু তৈরিতে জাভা ব্যবহৃত হয়।
মূলত জাভা একটি ওয়েবসাইটকে সকলের নিকট ইউজার ফ্রেন্ডলি এবং ডায়নামিক করে তুলে। এতক্ষণে সবাই জাভার ব্যবহার সম্পর্কে ধারণা জন্মেছে।তাই শুধুমাত্র জাভা জাননেই আপনার দখলে থাকছে অনেক কিছুই।বিভিন্ন ধরণের কাজের ক্ষেত্রসমূহ আলোচনা করা হলোঃ
১.মোবাইল এবং পিসির জন্য বিভিন্ন এপ্লিকেশন তৈরিতে জাভার দরকার হয়।
২.ব্রাইজার ভিত্তিক বিভিন্ন গেইম ডেভেলপমেন্ট এর কাজে।
৩. বিভিন্ন ধরণের ফ্রেমওয়ার্ক তৈরিতে জাভার প্রয়োজন হয়।
৪.বিভিন্ন ধরণের ইনফরমেশন সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপিং এর কাজ জাভা দিয়ে হয়।
৫.ওয়ার্ডপ্রেস ডেভেলপিং এবং ফুল স্টেক ডেভেলপিং জাভা দিয়ে হয়।
এরকম আরও হাজারো কাজে জাভা ব্যবহৃত হয়ে।শুধুমাত্র জাভা জানলেই আপনি এইসকল কাজ সমূহ খুব সহজেই করতে পারবেন।শুধুমাত্র জাভা দিয়েই আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা সম্ভব।আর একজন্য আপনি জাভা দিয়ে শুধু ওয়েব ডেভেলপমেন্ট নয় ওয়েব ডিজাইনিং ও করতে পারবেন।জাভা শিখলে আপনি বাকি প্রোগ্রামিং ভাষাগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবেন।তাই আর দেরি কেন?আজই জাভা শিখা শুরু করে দিন।প্রোগ্রামার হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়ুন। ধন্যবাদ সবাইকে।
বাসায় থাকুন
সুস্থ থাকুন