Cheap price backlink from grathor: info@grathor.com

গেইলের দুর্দান্ত ব্যাটিংয়ের পেছেনের গোপন রহস্য সম্পর্কে আপনি কি কিছু জানেন?

ক্রিকেট খেলা দেখেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে। আর ক্রিকেট জগতে গেইলকে কে না জানে। গেইল তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য একজন সেরা ক্রিকেটার হিসেবে আমি মনে করি।

গত বছর বিপিএল প্রিমিয়াম লীগে গেইল খুব বেশি একটা সাফল্য না দেখাতে পারলেই তার আগের বছরের বিপিএলে গেইলের অবদান ছিল অনেক। রংপুর জয় দেয়ার পেছনে গেইলের অবদান ভোলার মত নয়।

অনেকেই মনে করতো পারেন গেইল কীভাবে এত সুন্দর ব্যাটিংয় করতে পারেন,এর পেছনে কি কোনো রহস্য রয়েছে।

বয়স চল্লিসের কোটায় কিন্তু এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্বের সকল প্রিমিয়াম লিগে তার বিপুল চাহিদা রয়েছে।

চলতি বছর আইপিএলের দ্বাদশ আসরে কিংস ইলেভেন পান্জাবের হয়ে তিনি রানের পাগরা ঘোরা ছুটিয়েছেন। পান্জাবের ফিজিও ব্রেট হারপ প্রকাশ করলেন তার এই দুর্দান্ত ব্যাটিংয়ের গোপন রহস্য।

৩৯ বছর ১৯৭ দিন বয়সি গেইলের এত ফিট থাকার গোপন ফর্মুলা হলো – যোগব্যায়াম। তিনি প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করতে মোটেও ভোলেন ক্যারাবীয় এই দানব। নিয়মিত যোগব্যায়ামই তার শরীরকে ফিট ও দুর্দান্ত ব্যাটিংয়ের শক্তি দিয়ে থাকে।

ফিজও আরো বলেন – গেইল ন্যাচারাল ভাবে ভীষণ শক্তিশালি। সে দীর্ঘদেহী কঠোর পরিশ্রমি একজন খেলোয়ার।

Related Posts

5 Comments

Leave a Reply