গ্রামের ব্যবসায় আইডিয়াঃ ব্যবসা (Business) একটি সম্মানীয় এবং লাভজনক পেশা। ব্যবসার দ্বারা প্রচুর মানুষ আজ নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হয়েছে।
এক্ষেত্রে যদি আপনি বর্তমান সময়ে দাড়িয়ে একটি বিজনেস প্ল্যান করছেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে ব্যবসায় শুরু করার আগে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হয়, যার মধ্যে অন্যতম হলো সঠিক স্থান নির্বাচন এবং ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন। বিজনেস এর ক্ষেত্রে উচিত যেখানে মানুষের বসবাস বেশি সেখানে শুরু করা। তবে আপনি যদি গ্রামে থেকে ভাবছেন যে শহরের মত লোকজন নেই বলে আপনার লাভ তেমন হবে না তাহলে বলবো আপনি একদম ভুল।
এটা আপনি বলতে পারেন আজ শহরের ব্যবসায়ীগণ তাদের বিজনেস সঠিকভাবে গুছিয়ে নিতে সফল হয়েছে। তবে এখনকার সময়ে শহরের বিজনেস করাটা অনেক কঠিন, কেননা প্রতিযোগিতা অনেক বেশি এখানে। সে অনুযায়ী গ্রামের বিজনেস পরিস্থিতি অনেকটাই ভালো। এবং আপনি যদি এখানে লাভজনক পণ্য নিয়ে সঠিকভাবে আপনার বিজনেস শুরু করেন তাহলে বলতে হয় বেশ লাভ করতে পারবেন আপনি। তবে চলুন গ্রামে করা যাবে এমন কিছু Profitable Business Idea সম্পর্কে জানা যাক।
গ্রামে করার মতো কিছু লাভজনক ব্যবসার আইডিয়াঃ
গ্রামে নিজের Business শুরু করার ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে সব শুরু করতে হবে। কেননা শহর এবং গ্রামের বিজনেস একই নয়। সেক্ষেত্রে ক্ষুদ্র বা মাঝারি কোনো বিজনেস প্ল্যান আপনি গ্রামে থেকে করতে পারেন। আর এই ছোট বা মাঝারি বিজনেস সঠিক নিয়মে পরিচালনা করতে জানলে সেটিকে আপনি একসময় বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আসুন তবে জেনে নেই কয়েকটি লাভজনক ব্যবসার আইডিয়াগুলো।
১.ওষুধের ফার্মেসি/মেডিকেল স্টোর বিজনেস: গ্রামে সাধারণত মেডিকেল স্টোরের প্রয়োজন একটু বেশি থেকে থাকে। তবে সে অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ভালো কোনো মেডিকেল স্টোর অনেকসময় গ্রামে থাকে না। এক্ষেত্রে আপনি যদি আপনার গ্রামে ছোটখাটো বা মাঝারি কোনো মেডিকেল স্টোর দিতে পারেন তাহলে আপনার গ্রামের মানুষদের সুবিধার পাশাপাশি আপনি একটি লাভজনক বিজনেস দার করতে পারবেন।
২. সার, বীজ, কীটনাশক বিজনেস: যদি আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয় আপনি জানেন যে গ্রামের অধিকাংশ পরিবার কৃষিনির্ভর। এছাড়াও প্রত্যেকে তাদের নিজস্ব বাড়িতে কোনো না কোনো ক্ষেত করে থাকে। যার জন্য গ্রামে এই ব্যবসার চাহিদা অনেক বেশি রয়েছে। সুতরাং আপনি যদি আপনার গ্রামে এই বিজনেস শুরু করে আপনি অনেক লাভবান হবেন।
৩.মুদির দোকানের বিজনেস: আপনি যে জায়গায় থাকুন না কেন মুদি পণ্য আপনার এবং আপনার আশেপাশের লোকেদের অবশ্যই প্রয়োজন হবে। আর তাই আপনার গ্রামে আপনি ছোটখাটো করে চাইলেও একটি দোকান দিতে পারেন। খেয়াল রাখবেন যেখানে মানুষ থাকবে সেখানেই যেন আপনার দোকান থাকে।
৪. বেকারির ব্যবসা: শহরের মানুষ থেকে গ্রামে থাকা মানুষ বেশিরভাগ বেকারির তৈরি খাবার খেয়ে থাকে। এক্ষেত্রে আপনার জন্য লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে বেকারির বিজনেস। সুতরাং শুরু করে দিতে পারেন আপনিও বেকারির ব্যবসা।
৫. কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার: গ্রামে বাকি সব থাকলেও থাকেনা ভালো কোনো কোচিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে শিখতে পারে। এক্ষেত্রে আপনি নিজের গ্রামে একটি ট্রেনিং ইনস্টিটিউট খোলার উদ্বেগ নিতে পারেন। যেমন; কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইত্যাদি।
৬. কাঁচাবাজারের বিজনেস: মুদির দোকানের পণ্যের মতই কাচা বাজারের সামগ্রী মানুষের নিত্য প্রয়োজনীয়। তাই আপনিও আপনার গ্রামে এই বিজনেস শুরু করতে পারেন।
পরিশেষে বলবো, আপনাদের বলা এই ৬ টি বিজনেস আপনি আপনার গ্রামে শুরু করতে পারেন। আর্টিকেলটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।আল্লাহ হাফেজ