উত্তরঃ দেওয়া আছে Z মৌলের পারমাণবিক সংখ্যা ৬ এবং ভরসংখ্যা ১৪।
কোন মৌলের প্রটোন সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে।আবার কোন মৌলের আয়ন সমান না হলে প্রটোন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়।সুতরাং Z মৌলের ইলেকট্রন সংখ্যা ৬।
আমরা জানি,ভর সংখ্যা=পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যাঅতএব Z মৌলের নিউট্রন সংখ্যা=ভর সংখ্যা- পারমানবিক সংখ্যা। সুতরাং ১৪-৬ =৮