হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আপনি আমার ব্লকটা পড়ছেন তাই ধরে নিচ্ছি আপনি ব্লগ পড়তে ভালোবাসেন। আজ আমি ফরেক্স নিয়ে কিছু কথা বলব। আমরা অনেকেই ফরেক্স সম্বন্ধে জানি আবার অনেকেই জানিনা। যারা জানে না তাদের জন্য এই ব্লকটি কাজে দিবে আশা করি। আর যারা জানি হয়তোবা তারাও এখান থেকে নতুন কিছু তথ্য পেতে পারেন। তো চলুন আর সময় নষ্ট না করে আসল কথায় চলে যাই।
১/ফরেক্স কি বা ফরেক্স বলতে আমরা কি বুঝি?
= ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ মার্কেট। যাকে ইংরেজিতে Foreign exchange market বলা হয়। এই মার্কেটে কারেন্সি বা মুদ্রা কেনাবেচা করা হয়ে থাকে। যেখানে বৈদেশিক মুদ্রা বিশ্বব্যাপী ব্যবসায়ীরা, বিনিয়োগকারী, প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলি, বিশ্ব মুদ্রাগুলি ক্রয়, বিক্রয় এবং বিক্রি বিনিময় করে। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের (BIS) ডাটা অনুযায়ী ২০১৬ সালে ফরেক্সে দৈনিক লেনদেনের পরিমান ছিল $৫.১ ট্রিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন ২০২০ সালে লেনদেনের পরিমাণ কত হতে পারে।
২/ফরেক্স মার্কেটটি কোথায় অবস্থিত?
= ফরেক্স মার্কেটের জন্য কোনও কেন্দ্রীয় অবস্থানের প্রয়োজন নেই। বৈদেশিক মুদ্রার বাজারে লেনদেনগুলি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন চ্যানেলে অনলাইনের মাধ্যমে দিনে ২৪ ঘন্টা চলে এবং যেখানে এক মুদ্রার অন্যটির জন্য বিনিময় হয়। তবে বর্তমানে ফরেক্স মার্কেটটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে।
৩/বাংলাদেশে কি ফরেক্স বৈধ না অবৈধ?
= বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং আইন অনুযায়ী কোন প্রকার অনলাইন ব্যবসা বাংলাদেশ সরকার অনুমোদন দেয় না। কারণটা হচ্ছে বাংলাদেশ সরকার চায়না দেশের টাকা খুব সহজে বাইরে চলে যাক। শুধুমাত্র পড়াশোনার জন্য বা ব্যবসায়িক কাজে এলসি/টিটি এর মাধ্যমে মুদ্রা বাইরের দেশের সাথে লেনদেন করা যায়। তবে বাহির থেকে আপনি নানান ভাবে টাকা খুব সহজে বাংলাদেশের নিয়ে আসতে পারেন। এমনকি আপনার ব্যাংক একাউন্টে বা বিকাশেও সরাসরি টাকা নিয়ে আসা যায়। সেই অর্থে চিন্তা করলে ফরেক্স বিনিয়োগ বাংলাদেশে অবৈধ বা বাংলাদেশে ফরেক্স ব্যবসা এর কোনো অনুমোদন নেই।
৪/ফরেক্স ব্যবসা কি হারাম?
= বাংলাদেশে অবৈধ বলে অনেকেই ফরেক্স ব্যবসাকে হারাম বলে মনে করেন। বাংলাদেশে ফরেক্স কেন অবৈধ সেটা তো আমি আগেই বলেছি। কারণ সরকার চায়না দেশের টাকা খুব সহজেই বাইরের বিশ্ব এ চলে যাক। আর হারাম কথাটা তখনই আসবে যখন এটাই শুধুমাত্র লাভ হবে। কিন্তু ফরেক্স ব্যবসায় যেমন লাভ আছে তেমনি ক্ষতিও আছে। তাহলে যে ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই রয়েছে সে ব্যবসা হারাম হয় কিভাবে? অনেকে আবার এটাকে জুয়ার সাথে তুলনা করেন। এটা কোন খেলা নয় তাহলে এটা জুয়া হলো কিভাবে? এটা অনেকটা আমাদের দেশের শেয়ারবাজারের মতো। তবে মজার ব্যাপার হচ্ছে প্রথম বিনিয়োগকারী হিসেবে আপনি শুধু মুদ্রা কেনা নয় এখানে বিক্রিও করতে পারবেন।
৫/মুদ্রা কেনা বেচা কিভাবে হয়?
= ফরেক্স মুদ্রা কেনা বেচা মূলত দুটি মুদ্রার মধ্যে হয়ে থাকে। উদাহরণস্বরূপ: ইউরো+ইউএসডি, ইউএসডি+ইএন, ইউএসডি+জ্যাপ ইত্যাদি। আরেকটু সহজ ভাবে বলি- ধরা যাক আপনি আমেরিকা যাবেন। ব্রোকারদের কাছ থেকে ১০০ ডলার কিনলেন। প্রতি ডলারের মূল্য রাখা হল ৯৫ টাকা। তাহলে আপনার সম্পূর্ণ খরচ ৯৫০০ টাকা। আমেরিকায় আপনি আপনার আত্মীয়র বাসায় থাকাতে আপনার ১০০ ডলার খরচ হলো না। দেশে ফিরে এসে ১০০ ডলার আপনি ভাঙাতে গেলেন পেলেন ৯৭০০ টাকা। কারণ ডলারের রেট বেড়ে যাওয়ায় প্রতি ডলারের মূল্য দাঁড়ায় ৯৭ টাকা। সুতরাং আপনি ২০০ টাকা লাভ করলেন। এখানে ডলার এবং টাকার মধ্যে বিনিময় হলো। ফরেক্সে মুদ্রার বিনিময় ঠিক এভাবেই হয়ে থাকে।
৬/ফরেক্স মার্কেটে ইনভেস্ট করব কিভাবে?
= ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনাকে ফরেক্স ব্রোকারদের সাহায্য নিতে হবে। সারাবিশ্বে নামকরা অনেক ব্রোকার হাউজ আছে। যেগুলো অনেক বিশ্বস্ত এবং সততার সাথে ফরেক্স সেবা দিয়ে আসছে। এইসকল ব্রোকার হাউজে আপনি ইনভেস্ট করতে পারেন।
৭/ব্রোকার হাউজে টাকা ইনভেস্ট করব কিভাবে?
= আপনার যদি দেশের বাহিরে কোন আত্মীয়-স্বজন থাকে তার মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। অথবা বাংলাদেশে অনেক ডিজিটাল মানি এক্সচেঞ্জ এজেন্সি আছে। তাদের মাধ্যমে আপনি এসকল ব্রোকার হাউজের টাকা ইনভেস্ট করতে পারেন। এই সকল এজেন্সি কিছু কমিশনের বিনিময়ে আপনার টাকা ডলারে পরিবর্তন করে দিবে।
৮/ ফরেক্সে ইনভেস্ট করা কতটা ঝুঁকিপূর্ণ?
=ব্যবসায় লাভ ক্ষতি আছে। সুতরাং ফরেক্স ও তার বাইরে নয়। তবে আপনি যদি ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখেন তখন সেটা আপনার জন্য ক্ষতি না লাভ নিয়ে আসবে। ফরেক্স ট্রেডিং এর নানা ধরনের কৌশল রয়েছে। সেগুলো ভালোভাবে রপ্ত করতে পারলে আপনি একজন এক্সপার্ট ট্রেডার হতে পারবেন। তবে যতটা কম লোভ করবেন ততটাই আপনার জন্য ভালো। অনেকে বেশি লাভ করতে যে ক্ষতির সম্মুখীন হয়। আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। এই ব্যবসা ধৈর্য ছাড়া করা সম্ভব নয়।
৯/ ফরেক্স ট্রেডিং কোথায় শিখব?
= বাংলাদেশে অনেকেই ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত বা ট্রেডিং করছে। তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। অনেকে কোর্স করাচ্ছে তাদের মাধ্যমে আপনি শিখতে পারেন। এছাড়া ফরেক্স এর উপরে অনেক বই আছে সেগুলো আপনি পড়তে পারেন। এছাড়া অনলাইন হচ্ছে ফরেক্স শেখার বিশাল ভান্ডার। ইউটিউবে ফরেক্স এর উপর দেশী-বিদেশী অনেক ভিডিও আছে সেগুলো থেকে আপনি শিখতে পারেন। তবে ফরেক্স শেখার কোন শেষ নেই। প্রতিনিয়তই এখান থেকে নতুন নতুন টেকনিক শেখা যায়। সুতরাং এখানে বিনিয়োগের আগে একটু ভালোভাবে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এবং ব্রোকার হাউজ গুলো ডেমো অ্যাকাউন ফ্রিতে করার সুযোগ দিয়ে থাকে। সুতরাং দিমু অ্যাকাউন্টগুলো একাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি লাভ করতে শিখবেন তখন রিয়েল একাউন্টে ইনভেস্ট করবেন।
১০/ কত টাকা হলে ফরেক্স ট্রেড করা যায়?
= টাকা দিয়ে ফরেস্ট ট্রেড করা যায় না। টাকাটা কে ডলারে ট্রান্সফার করে ট্রেড করতে হয়। ব্রোকার হাউজ অনেক ধরনের ট্রেডিং লিমিট দিয়ে থাকে-
১। স্ট্যান্ডার্ড ট্রেডিং- ১০০ ডলার হতে শুরু।
২। মাইক্রো ট্রেডিং- ৫ ডলার হতে শুরু।
৩। সেন্ট ট্রেডিং- ১০০ সেন্ট বা ১ ডলার হতে শুরু।
এছাড়াও আরো নানান ধরনের স্ক্রিম ব্রোকার হাউজ গুলো দিয়ে থাকে। আপনার বিনিয়োগের সামর্থ্য অনুযায়ী আপনি বেছে নিবেন। তবে বেশি টাকা বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনা থাকে।
১১/ ফরেক্স ট্রেডিং করতে কি কি প্রয়োজন?
= ফরেক্স ট্রেডিং করতে কিছু হাতিয়ার বা টুলস প্রয়োজন। সেগুলো হচ্ছে-
১। শেখার আগ্রহ
২। অসীম ধৈর্য
৩। ক্ষতি মেনে নেবার মন-মানসিকতা
৪। এন্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার
৫। ইমেইল একাউন্ট
৬। ইন্টারনেট সংযোগ
৭। বিনিয়োগ করবার মুদ্রা বা টাকা
৮। বিকাশ বা রকেট একাউন্ট
৯। মানি এক্সচেঞ্জ এজেন্ট – https://safepaytm.com/ একাউন্ট
১০। Perfect money/ Netller/ skrill অ্যাকাউন্ট
১১। ব্রোকার হাউজ একাউন্ট- https://fbs.com/?ppu=12678088
ব্লকটি পড়বার জন্য সকলকে ধন্যবাদ।
মোহাম্মদ কামরুজ্জামান।