বিশেষ করে আমাদের দেশে ঘুষ এর ব্যবহার বেড়ে যাচ্ছে দিন দিন।যে কোনো কাজের জন্য ঘুষ দিতে হয় সাধারণত ছোট খাট কাজ থেকে শুরু করে উচ্চ পর্যায় এর কাজ পর্যন্ত ঘুষ দিতে হয়। কেন আমাদের ঘুষ দিতে হয়? অনেক যোগ্য ব্যক্তিত্ব রয়েছে যারা জাক করার যোগ্য কিন্তু ঘুষ এর জন্য নিদিষ্ট পদে পা রাখতে পারে না। যদি এই কথাটি প্রশ্নলব্দ করা হয় তাহলে জবাব কি আসবে?
নিশ্চয় কোন জবাব আসবে না। আর যারা কোন পদে কাজ করার মত যোগ্য লোক নয়, তারা আবার ঘুষ দিয়ে ভাল পদ বেছে নেয়।
এমন পর্যায় গিয়ে আমাদের অবস্তা পোছিয়েছে ঘুষ ছাড়া কথা নেই।
আমরা রুখে দাড়াব,,,ঘুষকে না বলব।
সুন্দর ও শান্তিপুর্ণ দেশ ও সমাজ গড়ব।