আশা করি সবাই ভালো আছেন।আমরা তো সবাই একটা জিনিস লক্ষ্য করেছি যে একজন চালাক মানুষকে কখনোই কথার মাধ্যমে হারানো যায় না।সে উল্টো আমাদেরকে এমন কথা বপে যা উওর দতে গিয়েই অনেক মুশকিল হয়ে যায়।কিন্তু কিভাবে তারা এত চালাকি করে কথা বলে,কিভাবে তারা যেকোনো জটিল কথাকে ঘুরিয়ে একেবারে সহজ করে নিয়ে সুন্দর করে বলে ফেলেন।এইসব প্রশ্নগুলো আমাদের মনে প্রায় সময় আসে।সত্যি বলতে তারা স্মার্টভাবে ভেবে চিন্তা কথা বলে।আর একজন স্মার্ট মানুষ সবসময় অন্যদের তুলনায় এগিয়ে থাকেন।তাই আজকে আমি আপনাদেরকে ৫ টি টিপ্স দেবো যেগুলো মানলে আপনি ও স্মার্টভাবে কথা বলতে অসুবিধা হবে না।তো চলুন জেনে নেওয়া যাক সেই টিপ্সগুলোঃঃ
১.মাথা গরম করবেন না।আমরা সারাদিন কত মানুষের সাথেই কথা বলি,কত ধরনের কথায় বলে থাকি।এই সময় এমন কিছু কথাও হতে পারে যার ফলে আপনি রেগে যান।আসলে আপনি যদি রেগে যান তাহলে আপনি কখনোই স্মার্ট হবেন না।আর আপনি মাথা গরম করে ফেললে আপনার মাথা কাজ করবে না।তাই উল্টো পাল্টা সব বলে দিবেন।তাই নিজের মাথা গরম না করে বিষয়টাকে সাধারণ হিসেবে নেন।
২.হাসিমুখে কথা বলুন।শুধু ভালো কথায় হাসিমুখে থাকলেই চলবে না,আপনাকে যদি কেও অপমান ও করে তারপর হাসিমুখে সহ্য করে নিন।যে মানুষটি আপনাকে অপমান করছে সে চাচ্ছে আপনি যাতে রেগে যান বা মন খারাপ করে থাকেন।কিন্তু আপনি যদি হাসিমুখে থাকেন।তাহলে আপনাকে যে ব্যক্তি অপমান করছে তাকে সবাই পাগল ভাববে।
৩.কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন।ভালোভাবে বুঝে একটা সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বর্ননা দিন দেখবেন সেই ব্যক্তিটা ও খুশি থাকবে আর আপনি ও খুশি থাকবেন।অনেক মানুষ তো অন্যদের কথা বলার সুযোগ দেয় না ফলে দ্বিতীয়বার কেও তার সাথে আর কথা বলতে চাই না।
৪.সবসময় মানুষকে ভালো ভালো কথা বলুন প্রশংসা করুন।আপনি যখন কোনো মানুষকে ভালো ভালো কথা বলবেন তখন সে আপনাকে অনেক প্রছন্দ করবে।আর প্রশংসা করার ফলে সে আপনার সাথে কথা বলে অনেক ভালো অনুভব করবে।কারণ মানুষ প্রশংসা শুনতে অনেক প্রছন্দ করে।
৫.মানুষকে সম্মান দিয়ে কথা বলুন দেখবেন সে ও সবার সামনে আপনাকে সম্মান দিবে।চেষ্টা করবেন সব মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য কারণ কোন মানুষটাকে কোন সময়ে দরকার তা আপনি বলতে পারবেন না।
এই ৫ টি উপায়ে যেকোনো মানুষের সাথে স্মার্টলি কথা বলুন দেখবেন তারা আপনার সাথে কথা বলে যতটা খুশি তার সাথে আপনি ও হতে পারবেন একজন স্মার্ট মানুষ।আর স্মার্ট মানুষরা জীবনের যেকোনো সমস্যাকে সমাধান করার ক্ষমতা রাখে।তাই জীবনের সমস্যাটাকে বড় করে না দেখে সমাধানের কথা ভাবুন।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।