চেহারায় বয়সের ভাজ – বয়স কেবল সংখ্যামাত্র। এমন
দাবি কি জোরের সাথে বলতে পারবেন আপনি? না কি
চামড়ার ভাজে, চেহারার গরনে বোঝা যায় বা চোখে
পড়ে বয়সের ছাপ? বয়সকে তোয়াক্কা না করে কেবল
শারীরিকভাবে সক্ষম থাকার চেষ্টা তো করতেই হবে,
সাথে বয়সের ভাজ বা থাবা যেন বোঝা না যায়
সেদিকেও নজর রাখতে হবে।
রূপবিশেষজ্ঞ এর মতে, বয়সের ভাজ বা ছাপ দুর
করতে যে কোন সবজির উপর নির্ভর করা যায়, তবে
করোলা তার মধ্যে অন্যতম। ঠিক কি উপায়ে ব্যবহার
করে ত্বকের ছাপ দুর করা যায় তা নিয়ে আজ
আলোচনা করছি,,,,,,,,,,,,,,,,
১। করলাতে রয়েছে ভিটামিন-সি। তাই চামড়ার লাবণ্য
বা লালিত্য ধরে রাখতে সাহায্য করে এই সবজি।
ত্বকের টানটান ভাব ধরে রাখতে এর কোন জুরি নেই।
তাই প্রতিদিন করলা সেদ্ধ করে তাতে লেবু ও নুন যোগ
করে খান। এতে করে দীর্ঘদিন আপনার ত্বকের জৌলুশ
বজায় থাকবে অনেক দিন।
২। করলার জুসের সাথে কমলালেবু রস একত্রে
মাখলে উপকার পাবেন। এই মিশ্রণ মুখে মাখিয়ে
অপেক্ষা করুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা পানি দিয়ে
ধুয়ে ফেলুন। ত্বকের মৃতকোষ ঝড়িয়ে আলাদা উজ্জ্বলতা
বাড়াতে সাহায্য করে এই মিশ্রণ।
৩। করলা রক্তের মধ্যে থাকা ক্ষতিকর পদার্থকে মেরে
বিশুদ্ধ করে আমাদের রক্তকে। এর প্রভাব ফেলে
আমাদের ত্বকের উপর। তাই প্রতিদিন সকালে করলার
রস খেতে পারেন। এতে করে ত্বকের টানটান ভাব থাকে
এবং বয়সের ভাজ বা ছাপ বোঝা যায় না।
৪। করলার বীজ সরিয়ে তা পেস্ট করে ব্যবহার
করুন। এটা তিন সপ্তাহ ব্যবহার করলে রাতারাতি ফল
পাওয়া যায়। এটা ত্বকের জন্য ভালো।
৫। প্রতিদিন বিভিন্ন ধরনের শাক-সবজির পাশাপাশি
করলা রাখুন। ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে।
আশা করি এসব টিপস আপনাদের ভালো লাগবে ।
সুস্থ থাকুন
ঘরে থাকুন