বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করতে চায় না এমন মানুষ খুব কম আছেন। কলেজ ও ইউনিভার্সিটি ছাত্র ও ছাত্রী দের থেকে শুরু করে, এমন কি পেশাদার চাকরি জিবিরাও বাড়তি ইনকামের আশায় অনলাইন কাজের প্রতি আকর্ষ্টি হচ্ছেন। বর্তমানে ছাত্র ও ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের ব্যায় বহন করার জন্য বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে কোর্স করে অনলাইনে কাজ শিখছেন।
এক সময় অনলাইন শুধু পার্ট টাইম কাজ হিসেবে বিবেচনা করা হতো।
কিন্তু এখন অনেকে অনলাইনে ফুল টাইম কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন।
অনলাইনে ফুল টাইম কাজ করতে অনেক ভালো দক্ষতা থাকার দরকার হয়।
যার জন্য অনেক অনলাইনে ফুল টাইম কাজ করতে পারে না।
আবার এই দক্ষতা গুলো শেখার জন্য, অনেক টাকা ব্যায় করে কোর্স করতে হয়। যা হয়তো সবার সামর্থ্য হয় না।
কিন্তু আপনাদের চিন্তার কোন কারণ নেই। আজ আমি আপনাদের সাথে যে সাইট ও আইডিয়াগুলা নিয়ে কথা বলবো সেগুলো সেখার জন্য না আপনার কোন কোর্স করতে হবে না আপনাকে কোন টাকা খরচা করতে হবে।
এই সাইট ও আইডিয়াগুলা সাহায্যে আপনি মাসে ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
১. সার্ভে জব (Surveys job)
আপনারা যদি কখনো সার্ভে কাজ না করে থাকেন এবং কীভাবে কাজ করতে হয় তা না যেনে থাকেন, তাহলে আজই শিখে সার্ভে কাজ শুরু করে দিন।
সার্ভে কাজ করা তেমন কঠিন কোন বিষয় নয়। সার্ভে শিখতে আপনাকে নিজ পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না।
সার্ভে আসলে কী ?
অনেক কোম্পানি আপনার মতামত নিবে এবং আপনার মতামতের উপর ভিত্তি করে, তাদের পণ্য গবেষণা, পোলিং, বা ভোক্তা প্রবণতা ট্র্যাক করবে।
এর জন্য তারা আপনাকে কিছু নিদিষ্ট বিষয়ে প্রশ্ন করবে এবং আপনাকে সে প্রশ্নের সঠিক উত্তর বা মতামত দিতে হবে।
আপনার মতামতের জন্য আপনি তাদের কাছ থেকে অর্থ পাবেন।
চিন্তার কোন কারণ নেই তারা আপনাকে কোনো জটিল গাণিতিক প্রশ্ন করবে না।
সার্ভে কাজ করে কত টাকা ইনকাম হয় ?
এটা সম্পূর্ণ আপনার পরিশ্রমের উপর নির্ভর করে।
আপনি দিনে যত টুকু সময় সার্ভে কাজে ব্যায় করবেন ঠিক ততটুকুই ইনকাম করতে পারবেন।
কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে দিনে ২০০০ থেকে ৪০০০ টাকা পর্য়ন্ত ইনকাম করতে পারবেন।
কোথায় সার্ভে করবেন ?
অনলাইনে সার্ভে করার অনেক সাইট আছে। তার মধ্যে উল্লখযোগ্য কয়টি আাপনাদের জন্য নিম্নে দেখানো হলো।
- metroopinion
- Survey Junkie
- Swagbucks ($5 sign up bonus)
- MyPoints ($10 sign up bonus)
২. অনলাইন টাস্ক (Online Task)
অনলাইন টাস্ক ও সার্ভে কাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সার্ভেতে আপনি নির্দিষ্ট কাজ পেয়ে থাকেন যেমন: প্রশ্নের সঠিক উত্তর এর বদলে টাকা পেয়ে থাকেন।
কিন্তু অনলাইন টাস্ক শুধু একটি কাজের ওপর থাকে না।
অনলাইন টাস্ক এ অনেক ধরনের কাজ থাকতে পারে যেমন: রেফারেল করা, এড ভিউ করা, কনটেন্ট তৈরি করা, বিভিন্ন সাইট ভিউ করা ইত্যাদি।
অনলাইনে টাস্ক করে আপনি মাসে ২০০০ থেকে ৩০০০ টাকার বেশি ইনকাম করতে পারেন।
অনলাইন টাস্ক করার অনপক সাইট রয়েছে এর আমার পছন্দের কয়েকটি দেখালাম।
- Luxepaid (withdraw with bkash)
- GoodEGG ( free 1$ for sign up)
৩. অনলাইন শিক্ষক ( Become a Online Tutor)
আমার মতে এর থেকে ভালো ও সহজ কোন কাজ আর নেই।
বর্তমানে বেশির ভাগ হোম টিউটর হলো কলেজ ও ইউনিভার্সিটি ছাত্র – ছাত্রী।
কিন্তু যেহেতু আমাদের বিষয় অনলাইন কাজ নিয়ে, তাই কিভাবে একজন অনলাইন টিউটর হওয়া যায় তা নিয়ে আলোচনা করবো।
মজার ব্যাপার হচ্ছে এর জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না।
এমন অনেক সাইট আছে যারা এই বিষয়ে অনেক আগে থেকেই কাজ করছে।
আপনাকে শুধু তাদের অনলাইন সাইটে গেয়ে তাদের সাথে যোগ দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি উল্লেখ করে দিচ্ছি।
Grameenphone Academy
Robi 10 Minute School
Shikho Skills