আমরা সবসময় একটা বওষয় নওয়ে চিন্তা করতে থাকি জীবনে কি করবো।আমি একজন এই চিন্তা করি।
“””””””””””””আসসালামু ওয়ালাইকুম “””””””””’
আমার নাম শান্ত। আমি একজন ছাএ কিন্তু বর্তমানে পড়ালেখাটাও হচ্ছে না।আমি আমার জীবনে যেই পথে বা যেই কাজে গেছি সেইখানেই আমি লস খেয়েছি। আমার ছোট বেলা থেকে ইচ্ছা ছিলো একজন উদোক্তা হওয়া বা ব্যাবসা করা। সেই অনুযায়ী একটা প্লান করি কিন্তু কোনো প্লান করে কাজ করতে পারি নি।তার কোনো বাস্তব রুপ দিতে পারি নি।এই ভাবেই চলছিলো জীবন।এর মাঝে আমি কোনো মেয়ের সাথে প্রেমও করি নি যে তার সাথে কথা বলে সময় কাটাবো। তাই বলতে পারেন আমার হাতে সময়ের অভাব ছিলো না।কিন্তু হঠাৎ কিছুদিন ধরে একটা কাজের কথা মাথায় আসে আর সেটা হচ্ছে “”বায়োফ্লোক মাছ চাষ””।এটা করেও প্রথমে কিছুটা লস খেয়েছি কিন্তু এটাই হাল ছাড়ে নি।লসটা খেয়েছি কারন প্রথমবার মাছের পোনাটা বুঝে আনতে পারি নাই আর ভাইরাসে ধরা পোনা দিয়েছিলো এইসব নানা কারণে কিন্তু তারপরও যেইটুকু মাছ আমরা হারভেস্ট করেছি তাতে বায়োফ্লোক এর সবাই মানে যারা আমাদের চেনে তারা বাহবা দিয়েছে। এইবার ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো বলে আশা করছি।যাই হোক এইসব করতে করতে আমার পরিচয় একটা মেয়ের সাথে হয় যার সাথে বেশ ভালো ঘনিষ্ঠ হয়। কিন্তু বেশ কয়একদিন ধরে আবার কথা বলছে না ঠিক করে।আল্লাহ জানে এই মেয়েদের মনে কি চলে।
আমি তো এটাই বুঝতে পারছি না কি হচ্ছে। এখন মনে হচ্ছে প্রেম না করাই ভালোছিলো।আআার কি করবো প্রেম তো দিল্লীর লাড্ডু খেলে জ্বালা না খেলেও জ্বালা। সবার কথা বলে দেখে নিজেরওতো ইচ্ছে করে একটু কথা বলতে।জানি না কি লিখবো হয়তো আমার কথাগুলো পড়তে আপনাদের খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি। জীবনে এতোদিন যেই ভুল গুলো করছি তার মাঝে এটা অন্যতম। দুইদিনের আনান্দের জন্য সারা জীবনটাই কষ্টে থাকা।এমনটা যদি না করতাম তাহলে কি হতো জীবনে।জীবনে ভালোই না চলতে পারতাম।