জীবনের মূল্য অনেক।আমাদের কাছে মাত্র একটি জীবনই থাকে।যার সর্বদা সর্বোচ্চ ব্যবহার করা উচিত আমাদের।কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসলে আমরা সেটাকে ভালোভাবে নিতে পারি না.কারণ আমরা এই পরিস্থির সাথে সচারচর খাপ খাইয়ে নিতে অব্ভস্থ না.এইসব পরিবর্তন আমাদেরকে মেনে নিতে হবে.কারণ পরিবর্তন জীবনেরই একটা অংশ মাত্র।জীবনে সফল হওয়ার ওয়ার প্রথম শর্তই হচ্ছে যেকোনো পরিস্থিতিকে মোকাবিলা করা.যা করতে আমরা ভয় পাই বা পিছপা হয়.কিন্তু এটা করা যাবে না.দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা।যেকোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত করে রাখা।সবসময় নিজের মনের কথা শোনা।নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়া।তুমি বড় হয়ে কি হতে চাও?-এই প্রশ্নটা নিজেকে প্রশ্ন করে যে উত্তর পাব সেইটাই হচ্ছে তোমার লক্ষ্য বা উদ্দেশ্য।সেই লক্ষে পৌঁছানোর জন্য কষ্ট,পরিশ্রম,সততার পরিচয় দিবা।তাহলে নিজের লক্ষে পৌঁছাতে পারবা আর সফল হতে পারবা।এইটাই হচ্ছে জীবনে সফল হওয়ার মূলমন্ত্র।
সত্যিই এই পৃথিবীর মানুষগুলো বড়ই আজব।
--মাঝে মাঝে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে নিজেই প্রশ্ন করি কি পেলাম এই পাওয়া না পাওয়ার পৃথিবী থেকে?যতবার ই জীবনের হিসাব...