আশা করি সবাই ভালো আছেন।জীবনে সুখী মানুষ হয়তো আর কয়জন হতে চাই।সবাই জীবনে ধনী হতে চাই।কিন্তু ধনী বেক্তি হলো সুখী থাকার একটা উপকরণ।কিন্তু ধনী হলেই যে একদম সুখী তা ও কিন্তু নয়।সুখটা নির্ভর করে মনের উপর।অনেকে লক্ষ লক্ষ টাকার মালিক হলে কোটিপতি হতে চাই কোটি কোটি টাকার মালিক হলে চাই আরও বেশি টাকার মালিক হতে।এভাবে সে সুখ পাই না।সারাদিন শুধু টাকার পিছনেই ছুটে।কিন্তু তার উচিত যা পেয়েছেন তার কিছু অংশ গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া আর কিচু টাকা কাজে লাগয়ে আরও বেশি টাকা করা উচিত।এতে সে প্রকৃত সুখ খুঁজে পাবে।আজকে আমি আপনাদেরকে ৪ টি টিপ্স দেো যেগুলো মাঝে আপনি প্রকৃত সুখী বেক্তি হতে পারবেন।
১.গরিব দুঃখি মানুষদেরকে সাহায্য করুন।তাদের যেটার অভাব সেটা পুরন করুন।যেমন টাকা,খাবার,চাকরি,স্কুল যেকোনো সাহায্য এগিয়ে আসুন।দেখবেন আপনি কোটি টাকা কামিয়ে যেই খুশিটা পাবেন তার থেকে হাজার গুণ বেশি খুশি হবেন।তাদের এই সাহায্যর হাসি টা আর মনভরে যে আর্শিবাদ করবে এটায় যথেষ্ট সুখ দেওয়ার জন্য।
২.অপরের সাথে প্রতিযোগিতা নয় সহযোগিতায় জীবন গড়ুন।এখন মানুষ মানুষে প্রচুর হিংসা।একটা ছাত্র অন্য একটা ছাত্রকে কোনো কাজে সহযোগিতা না করে বরং প্রতিযোগিতা করে।এই প্রতিযোগিতা কখনোই সুখ দেবে না।কারণ আপনারও কোনো কাজে জীবনে তার সহযোগীতা প্রয়োজন হবে কিন্তু তখন আপনিও তাদের কাছ থেকে সহযোগীতা আনতে চাইবেন না কারণ একটা সময় আপনি তা করেননি।তাই প্রতোযিতার কি দরকার।একজন অন্যজনকে সহযোগিতার মাধ্যমেই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।আর অন্যকে সহযোগিতার মাধ্যমেই আপনি পাবেন প্রকৃত সুখ।
৩.হাসিখুশি থাকতে শিখুন।কোনো কোনো জিনিস হয়তো আপনি ভালো পাবেন না।বা কোনো কোনো সময় প্রচুর ব্যর্থতা আসবে কিন্তু সেই সময়টা যদি হাসিমুখে লড়ে যান তাহলে পাবেন একটা সুখের জীবন।মনে রাখবেন রাত যতই আধার হোক ভুর তাকে হতেই হয়।তাই কঠিন পরিস্থিতিতে হাসিখুশিভাবে পরিশ্রম করে যান তাহলে আপনার বাকি জীবনটা এমনি সুখের হবে।
৪.সবাইকে সমান চুখে দেখুন।নারি-পুরুষ,ভাই-বোন।সবার ক্ষেত্রে সমানভাবে ভাগ করে দিন।কখনো একজনকে ছোট করে আরেকজনকে বড় করবেন না।তাহলে সুখ আপনি পাবেন না।কারণ যাকে আপনি ছোট করছেন তার মুখের কষ্টটা আপনাকে সুখ দিবে না।এই জন্য সবাইকে সমানভাবে দেখুন সবাই খুশি হবে।আপনিও সুখ খুজে পাবেন।
তাই এই ৪ টি টিপ্স যদি আপনি মেনে নেন তাহলে আপনি পাবেন প্রকৃত সুখ।আর প্রকৃত সুখের মাঝেই সব আনন্দ নিহিত।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।