সুমি বার বার একটাই কথা বলে মা তুমি আমায় ভুল বুঝতেছ |আমি জানতামনা এই দিন বাবা সুমনের সাথে এতটা খারাপ ব্যবহার করবে এত অপমান করবে |তা হলে আমি কখনোই বাবার সামনে নিয়ে যেতামনা, বাবা আমায় বলে ছিল সুমনের সাথে কথা বলে আমাদের আংটি পড়ানোর অনুষ্টান শেষে সুমনকে একটি চাকরির ব্যবস্থা করে দিবে |
যখন সুমন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন আমাদের চারহাত এক করেদিবে |মা তুমি আমায় বিশ্বাস করো সুমনের এত অপমান আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে | সুমনের মা বলে,সুমি আজ আর এই কথা বলে কি হবে |আমার ছেলের চোখের পানি মুছে যাবে |না মা যাবেনা তুমি চলে যায় | সুমনের মুখ থেকে শুনলাম তোমার বিয়ে ঠিক হইছে |নিশ্চই বড়লুকবাপের ছেলে |যতই বড় হোকনা সে আমার ছেলের মত তুমায় ভালোবাসতে পারবেনা |
সুমি বলে ওঠলো মা আজ যদি আমি সব ছেড়ে তোমার ছেলের কাছে চলে আসি তাহলে তুমি আমায় গ্রহণ করবেনা তোমার পুত্রবধু | দূর থেকে দাঁড়িয়ে সুমন সব কথা শুনে চিৎকার দিয়ে বলে ওঠলো না সুমি আজ তা আর হয়না| কেন হয়না সুমন কেন হয়না আমায় বল তুমি| আমার তোমার ভালোবাসা বাবার এই ভুলের কারণে শেষ হতে পারেনা |
সুমন আজই আমি তুমায় ভালোবাসি নিঃশ্বাসে বিশ্বাসে সুমন তোমার ছায়া আমার এই হৃদয় প্রান্তরে ঢেও তুলে |অবিরাম ক্লান্ততে হৃদয় অবিরাম নির্জরে তোমার ছায়া আমায় ঘিরে রাখছে প্রতিটি প্রহরে |
সুমন তুমি আমায় বলো আমায় বলো আমায় বলো সুমন এটাই কি আমার অপরাধ | সুমন বলে না সুমি তুমি এবাবে বলোনা তুমি জানো যে আমি তুমায় কত ভালোবাসি আর তোমার আমার ভালোবাসা এতটা ঢুনকো নয় যে আমার তোমার এই পবিত্র ভালোবাসা মন থেকে মুছে যাবে |যাবেনা মুছে থাকবে তোমার আমার মনে গেথে |
যাও সুমি তুমি তুমি বাড়ি চলে যাও,তুমি আর এখানে সময় নষ্ট করোনা, তোমার উপস্থিতি আমায় কষ্ট দিচ্ছে|তুমি চলে যাও সুমি চলে যাও |এই বলে তাড়াতাড়ি করে একটা একটা রিকশা ডেকে আনে | সুমি বলে ওঠল সুমন তুমি এটা ঠিক করনাই আমি চলে যাচ্ছি যাওয়ার সময় বলে যাচ্ছি আমি শুধু তুমাকেই ভালোবেসে যাবো |তুমি আমাকে ভালো বাসো বা না বাসো | এই বলে সুমি দৌড়ে চলে গেলো সুমি যাওয়ার সময় অনিকের ছোট ভাই অপূর্ব সুমিকে দেখে |
অপূর্ব মনে মনে বলে!কি ব্যাপার সুমি ভাবি এখানে কি করছে এটা ত সুমন ভাইদের বাড়ি মনে হয় অনিক ভাই নিয়ে এসেছিলো কিন্তু ভাই যদি আসতো তাহলে অনিক ভাইকেত দেখলামনা শুধু সুমি ভাবীকেই দেখলাম |আচ্ছা যাক এখন আমি প্রাইভেট যায় পরে বাসায় গিয়ে অনিক ভাইকে জিজ্ঞেস করবো | এখন আমি প্রাইভেট যায় |এত ভেবে সময় নষ্ট করা যাবেনা |
রাতে খাবার টেবিলে অনিক, অপূর্ব, মায়া, তাদের মা খেতে বসেছে |অপূর্ব বলে মা তুমি জানো আজ অনিক ভাই আর সুমি ভাবি সুমন ভাইদের বাসায় গিয়েছিল |
কিরে অনিক বাবা তাই বুঝি |অনিক বলে মা তুমি পাগল হয়েছে অপূর্বর সাথে সাথে ও তোমার সাথে মজা করছে এটা বুঝোনা |অপূর্ব বলে না ভাইয়া একদম মজা না আমি যখন অংক প্রাইভেট পড়তে বিকেলে যায় তখন সুমন ভাইদের বাসা থেকে সুমি ভাবি চলে যেতে দেখেছি |আমি ভাবলাম তুমি নিয়ে এসেছো তোমার প্রিয় বন্ধু সুমনের সাথে পরিচয় করাতে |
অনিক বলে কি বলিস আমি ত তিনটাই বাসায় ছিলাম |মা বলে অপূর্ব তোর ভাই বাসায় ছিল |
অপূর্ব বলে মা আমি সবটাই বুজলাম কিন্তু সুমি ভাবি এইখানে মানে সুমন ভাইদের বাসায় কেন গিয়েছিলো |
অনিক মনে মনে ভাবছে আমি ত সুমনের সাথে সুমির পরিচয় করে দেয়নি তাহলে সুমি কেন সুমনদের বাসায় গিয়েছিলো |
পরেরদিন সকাল সকাল অনিক সুমনদের বাড়ি যায় |