আপনারা সবাই কেমন ভালো আছেন তো? আশা করি শীতের এই তিক্ত সময়েও আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই করে আজ আমি নতুন একটি কবিতা নিয়ে পোষ্ট শেয়ার করলাম।
আজকের প্রতিপাদ্য বিষয় হলো অগত্যা জীবনের দিকে। শিরোনাম দেখে নিশ্চয় কবিতাটি বুঝতে একটু কঠিন মনে হচ্ছে না। কিন্তু না, আমি কবিতার নিচে কবিতার সারবস্তু ব্যাখ্যা করে দিয়েছে তাই কারো বুঝতে সমস্যা হবে না।
আশা করি grathor.com এর কবিতা প্রিয় পাঠক পাঠিকাগণ যারা এ কবিতাটি পড়বেন তাদের সকলেরই ভালো লাগবে।
অগত্যা জীবনের দিকে
অগত্যা জীবনের দিকে চেয়ে থেকে আমি
দেখি কাহার ব্যাদিত অন্ধকার কালো মৃত্যুমুখ;
আমারে সে কাছে ডাকে, বলেঃ
” আমি কি তাহলে
এক এ পৃথিবীর ভয়াবহ দুরাত্মার নির্মম অসুখ!”
আজ এ ক্লান্ত ভয়াবহ রজনীর নির্মম পরিহাসে
তোমার চোখে ম্লান কত আমি মনে আসে;
তবুও জীবন সত্য– সত্য এ জীবনের করুণিমা;
দীনতার খাঁজে পড়ে দেখা দেয় যে গরিমা
ব্যর্থতার– পরার্ধ যুক্তিহীনতার–
সেই ভাবাবেশে তুমিও কি প্রবীণ প্রবোধ খুঁজে
দেশ জাতি আর নির্জনতার নিঝুম বাস্তবতা বুঝে
একদিন চেয়েছিলে অগত্যা জীবনের দিকে–
এমনি অনিমিখে;
দেখিছিলে সে কাহার মুখ? কাহার কঠোর কঠিন ভয়
তোমারে কি করেছিল অতি ভয়ে বিহ্বল? যদিও সময়
তোমারে ডাকেনিকো সত্য আর নিষ্ঠুরতার মাঝে,
তবুও সত্য এ জীবনের নিষ্পত্তি আছে।
কবিতার সারবস্তুঃ
সবাই বলে, জীবন সবচেয়ে কঠিন। আসলেই তাই। বাস্তবিকই জীবনের এই বাস্তবতা কঠিন সত্যের চেয়ে কম কিছু নয়। তাই তো যখন আমরা কোনো বিপদে পড়ি, অথচ তার থেকে বেরোনোর কোনো উপায় দেখি না, তখন এ জীবনকে নিষ্পেষিত মনে হয়– চারিদিকের সত্যতা আর নিষ্ঠুরতার ভিতর। তখন সেই অন্ধকার ব্যূহ থেকে বেরিয়ে আসতে চাই প্রত্যেকে। হয়তো অনেকে এখনো সেই সত্যতার সাক্ষাত পায় নি, তাই তারা জীবনকে সুন্দর ও প্রশান্তিময় মনে করে। কিন্তু যারা বাস্তবিকতার প্রতিটি মুহূর্তে নিষ্পষিত ও পরাস্ত হই বা হয়েছি, তাদের কাছে জীবন হলো তিক্ততার স্বরূপ। তাই আমরা অগত্যা আমরা এ জীবনকে মৃত্যুর কালো মুখের ন্যায় মনে করি।
কেমন লাগলো সবার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করুন। তাইলেই আমি পরবর্তী কবিতা লিখতে উৎসাহিত হব। আজকে এ পর্যন্তই। আবারো সকলের সুস্থতা কামনা করছি।
মাস্ক পড়ুন
নিরাপদ থাকুন।
ধন্যবাদ।