Cheap price backlink from grathor: info@grathor.com

জীবন পথে চলার কিছু উপায়

একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পযন্ত  কিছু দায়িত্ব থাকে।  সে দায়িত্ব থাকে তা নিয়ে আজ আলোচনা করব। আমরা যখন জন্মগ্রহন করি আমরা চলতে পারি না। মা বাবার হাত দরে চলতে শিখি কথা বলতে পারি না, তারা আমাদের তাও শিখিয়ে দেয়। যখন আমরা একটু বড় হই, তখন থেকে ইস্কুলে যাই, তখনও আমরা কিছু পারি না। তখন গুরু জনরা শিক্ষা দে। আমরা কেউ কখনো নিজে নিজে শিক্ষা গ্রহন করতে পারিনা। তাছারা কোন কাজ করতে গেলে তাও আমরা পারি না ওন্য কেউ শিখিয়ে দেয়।  আমরা এটা থেকে কি শিখলাম যে একে অন্যের কাছে কত টুকু গুরুত্বপূ।   আমি প্রথমে বলেছি। জিবনে চলতে কিছু উপায়। কখনো নিজে নিজেকে দুর্বল মনে করবা না। জীবনে চলতে অনেক শক্তির প্রয়জন হবে। প্রথমে নিজে নিজেকে দুর্বল ভাবলে চলতে পারবা না। ২য় দাপ। জীবনে চলার জন্য  একজন সঙ্গীর প্রয়জন,এমন সঙ্গী বেছে নিবে যে তোমার সুখে দুঃখে পাশে থাকবে। তারপর  তোমার যখন সন্তান হবে তাদের কে এমন ভাবে গরে তোলবে যেন তুমি গর্ব করতে পার। সর্বসেস কথা একটা বলব,  মা বাবা কে খেদমত করো।  গুরু জনদের সম্মান কর, পতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। তখন দেখবে, নিজেকে উচ্চ একটা জায়গায় পোছাতে পারবে। তোমার নিজের জীবন নিজে গড়তে হবে। তার জন্য জীবনকে এমন ভাবে গড়ো যাতে সবাই তোমাকে পছন্দ করে। তুমি যদি গরিব হও তাতেও কোন সমস্যা নেই। কারন সম্মান অর্জন করতে ধনী হওয়া লাগে না।  তোমার বিতরে জা, আছে তাই পরিদর্শন করো তাই হবে। ৩য় দাপ। অন্যের  পারসোনালিটি নিজের মধ্যে আনবে না।  কারন অন্যের পারসোনালিটি যদি আনো তা হলে তুমি তুমার গন্তব্যে পোছাতে পারবা না। অন্যের টাকা সম্পদ দিকে তাকাবা না, কারন তুমি যখন অন্যের টাকা সম্পদে দিকে তাকাবে তখন নিজে নিজেকে হিঃসা হবে। তখন তুমি তুমার  গন্তব্যে পোছাতে পারবা না।  তাই বলি তোমার যা    কিছু আছে, তাই উপলব্ধি করো। তাতে তোমার  ভালো। এজন্য গুনিরা বলে গেছে, তোমার যা কিছু আছে তাই ভালো।অন্যের টা কালো। ধন্যবাদ

Related Posts

1 Comment

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No