আপনাদেরকে ডোপামেন হরমোন দিতে চলে এসেছি চমৎকার কিছু বাণী নিয়ে। পড়ে দেখুন, জীবন বদলাতে বাধ্য।
১) আগে দেখুন, শুনুন, জানুন; তারপর করুন।
২) সবসময় মনে রাখবেন, অহেতুক অভিনয়ের চেয়ে নিরবতাই শ্রেয়।
৩) কাউকে পশ্চাতে ফেলে দেবেন না। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিন।
৪) আপনার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন।
৫) সত্য বলার মতো পরিস্থিতি বিরাজ না করলে চুপ থাকুন। কেননা, ১টি মিথ্যা ১০০০টি মিথ্যার জন্ম দেয়।
৬) পরনিন্দা না করে গঠনমূলক সমালোচনা করুন।
৭) সফলতা অর্জন খুবই সহজ। যদি আপনি সঠিক কাজ ন্যায়ের পথে যথাযথ সময়ে করেন।
৮) যে কখনো ভুল করেনি সে আসলে নতুন কিছু করার চেষ্টাই করেনি।
৯) সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন।
১০) যদি আপনি নিজেকে জ্ঞানে পরিবেষ্টিত করেন তবে সর্বোত্তম মুনাফাটি পাবেন।
১১) একটি সমস্যা আপনার জন্য একটি সুযোগ- আপনার সেরাটা দেখানোর।
১২) পরপর ৯ বার ব্যর্থ হয়েছেন? নিরাশ হবেন না। আরও একবার চেষ্টা করুন। সফল হতেও পারেন।
১৩) আগামীর জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকেই সেরাটা করে ফেলা।
১৪) সাফল্য প্রকৃতপক্ষে ব্যর্থতার উপরই গঠিত।
১৫) যদি সবাই সম্মিলিতভাবে অগ্রসর হয় তবে সাফল্য নিজেই নিজের পথ উন্মুক্ত করে দেয়।
১৬) একজন সৃষ্টিশীল মানুষ কাউকে পরাজিত করে নয়; বরং অর্জনের সদিচ্ছা দ্বারা অনুপ্রাণিত হয়।
১৭) শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটি দ্বারা আপনি পুরো দুনিয়া পাল্টে দিতে পারবেন।
সবশেষে এমন দু’জন ব্যক্তির কথা বলব যারা ব্যর্থতার শেষ দরজা অবধি গিয়ে সফলতাকে হাতড়েছেন।
স্কটল্যাণ্ডের রাজা রবার্ট ব্রুস। ছয় ছয় বার শত্রুদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। অবশেষে জান বাঁচাতে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয় তাকে। কিন্তু গুহার মধ্যেই তার জন্য অপেক্ষা করছিল এক চমক।
তিনি দেখেন একটি মাকড়সা মসৃণ দেয়াল বেয়ে উঠতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু অবশেষে শত চেষ্টার পর ঠিকই উঠতে সক্ষম হয় মাকড়সাটি।
এই ঘটনা বেশ নাড়িয়ে দেয় রবার্ট ব্রুসকে। ফলে তিনি আবার যুদ্ধ করার সাহস, মনোবল খুঁজে পান। এভাবে সপ্তমবারে তার কাঙ্ক্ষিত বিজয় আসে। তিনি তার রাজ্যকে শত্রুমুক্ত করেন।
রাতের বেলা বাল্বের ঝককঝকে আলোয় দিব্যি পড়তে পারেন, তাই না? কিন্তু এটি কার জন্য সম্ভব হয়েছে জানেন?
হ্যাঁ, তিনি আর কেউ নন। টমাস আলভা এডিসন। যার আবিষ্কার আমাদেরকে আধুনিকতার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।
বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে তাকে কম কাঠ-খড় পোড়াতে হয়নি। কথিত আছে, এডিসনকে সফলভাবে বৈদ্যুতিক বাতি বানাতে গিয়ে ১০ হাজার বার ব্যর্থ হতে হয়েছিলো।
কিন্তু এই প্রসঙ্গে পড়ে তিনি বলেছিলেন, “আমি ১০ হাজার বার ব্যর্থ হয়নি, এটি কাজ না করার ১০ হাজারটি কারণ বের করেছি মাত্র।”
ভেবে দেখুন, কতখানি মনোবল থাকলে এমন কাজ করা যায়। আজ হয়নি তো কি হয়েছে? চেষ্টা চালিয়ে যান। কাল তো হতেও পারে।
আপনার চিন্তা- ভাবনা বদলান। তবেই তো জীবন বদলাবে।