আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। জেদ নিয়ে উক্তি –
জেদ মানব জীবনের অন্যতম একটি বদ অভ্যাসের নাম। কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্খা যখন আপনাকে দৈনন্দিন কাজের থেকে বিচ্যুতি করে তুলে তখন তা জেদ হিসেবে আমাদের সামনে পরিচিত। জেদ মানুষের কামনাকে বাসনাকে পরিপূর্ণরূপে জাগিয়ে তুলে। আর সেই জেদের বংশবর্তী হয়ে মানুষ এমন অনেক ধরণের কাজ করে ফেলে যা তার পক্ষে করা মোটেও শোভনীয় নয়।
জেদ নিয়ে অনেক কথা অনেক উক্তি পরিচালিত হয়েছে। বিভিন্ন ধর্মেও এই অভ্যাসকে ত্যাগ করতে বলা হয়েছে। চলুন তাহলে জেদ নিয়ে কিছু উক্তি আজ তুলে ধরব আপনাদের সামনে। আশা করি আপনাদের উপকার হবে।
১.সে ব্যক্তিই প্রকৃত জেদি যে কর্মের মাধ্যমে নিজের জেদ প্রকাশ করে থাকে।
২.অতিরিক্ত জেদ অনেক সময় ভয়ংকর বিপদ নিয়ে আসে।
৩.জেদ হলো জগতের সবচেয়ে ভয়ংকর দিক।
৪.জেদ কিছু কিছু পাওয়ার জন্য হলেও অনেক সময় তা হারানোর কারন বটে।
৫.জেদ করে লজ্জিত না হওয়া আরেক বড় অন্যায়।
৬.যে ব্যক্তি সারাক্ষন জেদের বংশবর্তী হয়ে থাকে সে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় অসুখী।
৭.যার কোথায় জেদের পরিমান বেশি
সাফল্য কখনো তার কাছে এসে ধরা দিবে না।
৮.জেদ হলো এমন একটি বিশ্বাস
যা মানুষকে ধীরে ধীরে অন্ধকারের পথে নিয়ে যায়
৯.নিজেকে যদি বদলাতে চাও
জেদের পরিত্রান থেকে নিজেকে রক্ষা করার অভ্যেস গড়ে তোলো।
১০.জেদকে যারা বিলাসিতা মনে করে
তারাই জগতে পিছিয়ে থাকে।
১১.জেদ মানবজীবনে সবসময় ধরংস নিয়ে আসে।
সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন