টেকনোলজি রিলেটেড আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি আলোচনা করব।আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি গ্যাজেট। ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগার মতো একটা গ্যাজেট। আমার কাছে এটি অনেক ভালো লেগেছে আশা করি এই গ্যাজেটটি আপনাদের ও ভালো লাগতে বাধ্য।তো চলুন শুরু করা যাক।
আমরা তো সবাই গান শুনতে পছন্দ করি।এমন কেউ নেই যে গান শুনি না।প্রতিদিন ই কানে হেডফোন না ঠোকালে মনই ভরে না।অনেকের রাতে ঘুমই আসে না হেডসেট কানে না দিলে।তবে বাস্তবতা হলো গানের চেয়ে যেন আমাদের বেশী আকর্ষণ করে গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গানকে আরও অনেক সুন্দর আর শ্রাব্য করে তুলে।আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হলে অনেকেরেই গান শুনে মন ভরে না,আবার অনেকেই লিরিক্স স্পষ্টভাবে না বুঝলেও ইংলিশ বা স্প্যানিশ গান গুলো শুনতে পছন্দ করি।কারণ,এই গানগুলোর চাইতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন আমাদের বেশী পাগল করে তুলে।আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক পাগলদের জন্যই আজকের এই গ্যাজেট।এত ক্ষণে হয়তো কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন যে কী গ্যাজেড নিয়ে কথা বলছি।অনেকেই হয়তো ভাবছেন নরমাল কোন সাউন্ডসিস্টেম বা বক্স নিয়ে কথা বলছি, যেটিতে গান বাজে।আসলে তা মোটেই নয়।আমি কোন গান শোনার সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলছি না। আজ যে গ্যাজেটটার সাথে আপনারা পরিচিত হবেন তা দিয়ে আপনার আকর্ষণীয়, মধুর এবং শ্রাব্য ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে আপনি মিউজিকগুলো আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন,বাজাতে পারবেন।
এই গ্যাজেটটির নাম হলো Artiphon Orba. Artiphon Company এই গ্যাজেটটি তৈরি করে।মোবাইলে হয়তো প্লে স্টোরে অনেক Keyboard Music রিলেটেড অ্যাপস পাওয়া যায়। যা আপনি Keyboard এর মতোই বাজাতে পারেন এবং উৎপন্ন সাউন্ড ও হবে অনেকটা কিবোর্ডএর বা পিয়ানোর মতোই।এই গ্যাজেটটিও অনেকটা এরকম।তবে এটিতে আপনি কীবোর্ড ছাড়াও নানান ধরনের ইন্সট্রুমেন্টাল সাউন্ড উৎপন্ন করতে পারেন।এই গ্যাজেটটি ছোট তাই সহজেই আপনি এক হাত দিয়ে সুন্দর সাউন্ড উৎপন্ন করতে পারবেন।এটি দিয়ে আপনি গিটার,পিয়ানো,ড্রাম আরও অনেক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারেন খুব সহজেই।গ্যাজটিটর মাঝখানে বড় হাতের A লেখা একটি বাটন আছে এই বাটনটির চারপাশেই হালকা ছুলেই আপনি উৎপন্ন করতে পারবেন নানান রকমের মিউজিক।আবার আপনি যদি বাতাসে দোলান তাহলে ঝুনঝুনির মতো আওয়াজ দিবে,নাড়াচাড়া করালে আওয়াজ দিবে, এমনকি গিটার যেভাবে আঙুল দিয়ে বাজায় আপনি যদি সেই ভঙিতে এই যন্ত্রটিকে গিটার ভেবে গিটার বাজানোর ভঙিতে আঙুল নাড়াচাড়া করেন তাহলেও এটি গিটারের মতো আওয়াজ দেবে।
এর মাঝখানে A অক্ষরের যে বাটনটি আছে সেখানে ক্লিক করে আবার মোড ও পরিবর্তন করে নিতে পারবেন।বিভিন্ন মোড মানে বিভিন্ন সাউন্ড।
এটি আপনি আবার আপনার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে গ্যাজেটটি কানেক্টে করতে পারেন। এতে জ্যাকের ব্যবস্থাও আছে ফলে সাউন্ড বক্সের সাথে আরও উচ্চশব্দে আপনি মিউজিক বাজাতে পারবেন।অর্থাৎ কোন মিউজিক ইন্সট্রুমেন্ট ছাড়াই আপনি হতে পারবেন মিউজিসিয়ান শুধুমাত্র এই গ্যাজেটটি ব্যবহার করে।
আশা করি গ্যাজেটটি এবং আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।