প্রথমে আমার ছালাম নিবেন।
আপনার হয়ত জানেন যে দেশের ডাক বিভাগের একটি সুবিধাজনক লেনদেন নিয়ে এসেছে নগত।এই নগদ ব্যবহারকারীরা পাচ্ছেন বিভিন্ন অফার।সেই অফার গুলোরর বিস্তারিত আলোচনা নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি।চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে “নগদ”। প্রতি হাজারে নগদ এর ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া নগদ গ্রাহক প্রতি ১০০০ টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উপরোক্ত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ। মূল্য ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। এই অফারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।তাই যত দ্রুত পারেন নগদে একটি অ্যাকাউন্ট করে বেশি বেশি রেফার করেন।
রেফার করার নিয়মঃ-
১। প্রথমে আপনি যে গ্রাহোকে রেফার করবেন তার নাম্বারে ২১ টাকা সেন্ড মানি করে দিবেন।
(নগদ অ্যাপে রেফার অপশন টি দেয়া আছে)
২। তারপর প্রয়োজনীয় তথ্যদিয়ে নগদ অ্যাকাউন্ট খুলুন।
রেফারের বোনাসঃ-
১। অাপনার রেফার কৃত অ্যাকাউন্ট নগদ পেয়েন্ট থেকে অ্যপ্রুভ হলে ৭২ ঘন্টা পর আপনা ৪২ টাকা বোনাস পাবেন। আর গ্রাহোক পাবে ২৫ টাকা।
গ্রাহোকরা যে সুবিধাগুলো ভোগ করবেনঃ-
১। অ্যাকাউন্ট করে ২৫ টাকা বোনাস পাবেন।
২। ক্যাস ইন প্রতি হাজারে ৫% করে বোনাস পাবেন। (১০০০৳ ক্যাস ইন করলে ৫ টাকা বোনাস পাবেন)
৩। ক্যাস আউট চার্জ প্রতি হাজারে ১৪.৫০ টাকা।এবার আপনার বোনাস ৫ বাদ দিন, তাহলে মোট ক্যাস আউট চার্জ হচ্ছে ৯.৫০ টাকা।
৪। ম্যানুয়ালি সেন্ড মানি চার্জ ৪ টাকা।অ্যাপ থেকে সেন্ড মানি চার্জ ০.০০৳ অর্থাৎ ফ্রী।
৫। এছাড়াও পাবেন সঞ্চয় বোনাস।
ধন্যবাদ