Cheap price backlink from grathor: info@grathor.com

জেনে নিন মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।।।।

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী।। আজকে আমি আমাদের মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।।তো চলুন শুরু করা যাক।।

১. আমাদের মানবদেহের হাড় সংখ্যা ২০৬ টি।।

২.আমাদের মানবদেহের পেশি সংখ্যা ৬৩৯ টি।।

৩. আমাদের মানবদেহের কিডনি সংখ্যা ২টি।।।

৪. আমাদের মানব দেহের দুধ দাঁতের সংখ্যা 20 টি।।।

৫. আমাদের মানব দেহের পাজর সংখ্যা 24 টি(১২ জোড়া)।।

৬. আমাদের হৃদপিন্ডের চেম্বার সংখ্যা ৪ টি (ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়)।।

৭. স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ (সিস্টোলিক- ডায়াস্টলিক)।।

৮. আমাদের শরীরের রক্তের স্বাভাবিক pH এর মান ৭.৪।।।

৯. আমাদের মেরুদণ্ডের হাড়ের সংখ্যা ৩৩ টি।।

১০. মাঝারি কানের হাড়ের সংখ্যা ৬ টি।।।

১১. আমাদের মুখের হাড় সংখ্যা ১৪ টি।।

১২. আমাদের স্কালের মধ্য হাড় সংখ্যা ২২ টি।।

১৩. আমাদের বুকে হাড় সংখ্যা ২৫ টি।।

১৪. আমাদের প্রতিটি কানের ভিতর তিনটি করে হাড় থাকে মেলিয়াস, ইনকাস, স্টেপিস।। ( কানের বাহির থেকে ভেতরের দিকে সিরিয়াল অনুযায়ী মনে রাখার সুত্র হল MIS)।।

১৫. কানে মোট ছয়টি হাড় থাকে,  এর মধ্যে স্টেপিস হল  মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়।।।

১৬. আমাদের শরীরে বাহুতে পেশীর সংখ্যা ৭২ টি।।

১৭. আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ হল চামড়া।।

১৮. আমাদের শরীরের বৃহত্তম গ্রন্থি হল লিভার।।

১৯. আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হলো রক্তের কোষ।।

২০.প্রতিদিন আমাদের হৃদপিণ্ড ১০০ বার করে রক্ত ঘুরিয়ে-ফিরিয়ে প্রবাহিত করে।।

২১. আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে তারপর নিচ থেকেই ঝরে যায়।।

২২. আমাদের চোখের উপর ভ্রুতে প্রায় ৫০০ টি লোম  রয়েছে।।

২৩. 100 বিলিয়ন এর অধিক নার্ভ সেল নিয়ে আমাদের মানব দেহ গঠিত।।

২৪. মানুষ চোখ খুলে হাচি দিতে পারে না।।

২৫. পাথর থেকে আমাদের শরীরের হাড় চারগুণ বেশি শক্ত।।

২৬. আমরা যখন খাবার খাই তখন সেই খাবারের স্বাদ      আমাদের মুখে দশ দিন পর্যন্ত থাকে।।।

২৭. মানুষ হাটুর ক্যাপ ছাড় জন্মগ্রহণ করে এবং তা ২ – ৬ মাস পর্যন্ত দেখা যায় না।।

২৮. শিশুরা সাধারণত বসন্ত কালে বেশি বৃদ্ধি পায়।।

২৯. মানুষের চোখ সাধারণত একই রকম থাকে কিন্তু নাক ও কান বৃদ্ধি পাওয়া কখনই থেমে থাকে না।।।

৩০. মানুষ জন্মগ্রহণ করে প্রায় ৩০০ টি হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর মানুষের  দেহে ২০৬ টি হাড় থাকে।।।

৩১. যখন আমরা হাচি দেই তখন আমাদের শরিরের সব কাজ বন্ধ থাকে এমনকি হার্টবিটও।।

৩২. মানবদেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)।।  এর নাম হল ফিমার।।

Related Posts