টাকা হয়তোবা সুখ কিনতে পারে না, কিন্তু টাকা আপনার জীবনের 99% সমস্যার সমাধান দিতে পারে যে সমাধান গুলি পেলে আপনি সুখী হবেন

অর্থই অনর্থের মূল এই কথাটির সাথে আমি কখনোই একমত হতে পারিনি কারণ অর্থ ছাড়া আমাদের এই জীবনটা এক মুহূর্তও চলতে পারে না লাইফ স্টাইল কথাটির একটি চমকপ্রদ অর্থ রয়েছে লাইফ অর্থ জীবন এবং স্টাইল অর্থ ধারা লাইফস্টাইল অর্থ আপনার দৈনন্দিন জীবনের সামগ্রিক একটি অবস্থা মানুষের মতন প্রত্যেকটি জীবেরই লাইফস্টাইল রয়েছে গাছপালার ও লাইফ স্টাইল রয়েছে তবে উচ্চ মস্তিষ্কের জীব হিসেবে অন্যান্য জীবের তুলনায় আমাদের লাইফস্টাইলটা অনেকাংশেই আলাদা সারা পৃথিবীর সকল মানুষের লাইফ স্টাইল এর মধ্যে সুন্দর একটি মিল রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা প্রতিদিন তিন বেলা খাবার খাই আমরা পোশাক পরিধান করি আমরা সৌন্দর্যতা এবং পরিষ্কার পরিছন্নতা পছন্দ করি এগুলো হচ্ছে মানুষের লাইফস্টাইল-এর কিছু বৈশিষ্ট্য তবে আপনার লাইফটাকে স্টাইলিশ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা পালন করে সেটি হচ্ছে টাকা-পয়সা বা অর্থ-সম্পদ আমরা অনেক সময় হয়তোবা বলে থাকি যে অর্থই সকল অনর্থের মূল অর্থ কখনো সুখ কিনতে পারে না কিন্তু টাকা পয়সা বা অর্থ আপনার জীবনের 99% সমস্যার সমাধান দিতে পারে যে সকল সমস্যার সমাধান করলে পারে আপনি সুখী মানুষ এবং সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন এখন মনে করুন আপনি অনেক ধন সম্পত্তির মালিক আপনার কাছে আকাশছোঁয়া ধনসম্পত্তি রয়েছে কিন্তু আপনার ছেলে অথবা মেয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে বেড়াচ্ছে এখন টাকার মাধ্যমে তাদের কিভাবে সৎপথে আনতে পারবেন আপনি আপনার ছেলে অথবা মেয়ে কে রিহাবে দেবেন এখন অথবা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে রিহ্যাবের মানুষ তাদেরকে কি সৎপথে আনতে পারবে অবশ্যই পারবে কারণ আপনার হাতে রয়েছে টাকাপয়সা নামের অসাধারণ একটি অস্ত্র এমন লোক নিয়োগ করুন যারা সফলতার সাথে আপনার ছেলে অথবা মেয়ে কে সঠিক পথে ফিরিয়ে আনবে

আর্টিকেল এর শুরু থেকে আমি বলেছিলাম যে 99% সমস্যার সমাধান টাকা-পয়সার মাধ্যমে করা যেতে পারে কিন্তু বাকি 1% সমস্যা টাই বা কি এবং তার কি কোন সমাধান রয়েছে বাকি 1% সমস্যা হচ্ছে টাকা-পয়সার মাধ্যমে আপনি কখনো অমরত্ব অর্জন করতে পারবেন না এবং দ্বিতীয়তঃ সমস্যাটি হচ্ছে টাকা-পয়সার মাধ্যমে আপনি কখনো স্রষ্টার মন গলাতে পারবেন না

তবে স্রষ্টার মন গলানো খুব একটা কঠিন ব্যাপার না আপনি যে ধর্মালম্বী সেই ধর্মের প্রতি আনুগত্য হন

তবে একটা জিনিস আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে সেটা হচ্ছে মানুষ চিরকাল পৃথিবীতে অবস্থান করতে পারে না 50, 60, 70, 80, 100 অথবা এক হাজার বছর পরেও মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে এটা চিরন্তন সত্য

স্টে হোম স্টে সেইফ।

Related Posts

19 Comments

মন্তব্য করুন