বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব যে কিভাবে আপনারা
ডিলিট কী ? কম্পিউটার থেকে কোনাে ফাইল বা । সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া উল্লেখ : ডিলিট অর্থ মুছে ফেলা । কম্পিউটার থেকে নিয়ম না মেনে । ইনস্টলকৃত সফটওয়্যার ডিলিট করে দিলে সফটওয়্যার টি মুছে তাে । যায়ই না বরং আরও সমস্যা তৈরি করে । তাই নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যেকোনাে সফটওয়্যার সম্পূর্ণ ভাবে মুছে ফেলা সম্ভব । এজন্য ডিলিট করার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং প্রথমেই ইনস্টলকৃত সফটওয়্যার টি আনইনস্টল করে নিতে হবে । এরপর নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে
i . প্রথমে কি – বাের্ডের start বাটন + r একসাথে চেপে Run command চালু করতে হবে । তারপর regedit লিখে এন্টার দিতে হবে ।
ii . ফাইল মেনুতে প্রবেশ করতে হবে । |
iii . Export – এ ক্লিক করতে হবে ।
iv . অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে সেই ড্রাইভ সিলেক্ট | করতে হবে । সাধারণত ড্রাইভটি C ড্রাইভ হয় ।
v . নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে । এটি খুবই জরুরি । কোনাে ভুল হলে যাতে সিস্টেম ঠিক করা যায় ।
vi . অতঃপর Edit এ প্রবেশ করতে হবে ।
vii . Find এ যেতে হবে ।
viii . যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে । যেমন — VLC player ix . এর সাথে আরও অন্য ফাইল ডিলিট করতে চাইলে Find | Next এ ক্লিক করতে হবে ।
X , এবার ডান বাটন ক্লিক করে Delete এ ক্লিক করতে হবে ।
xi . সবশেষে কি – বাের্ডের F3 চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ঐ নামের ফাইলগুলাে মুছে দিতে হবে । এভাবে সম্পূর্ণ হবে পুরাে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি ডিলিট কী ? কম্পিউটার থেকে কোনাে ফাইল বা । সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে চলবেন
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আল্লাহতালা আপনাদের সবার মাঝে শান্তি সৃষ্টি করে দিন
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ