বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ আপনাদের কে বলবো যে দুজন তথ্য ও প্রযুক্তির বিকাশে
স্টিভ জবস এবং বিল গেটস – এর অবদান
কতটুকু
তারা যদি আমাদের এই উপকরণগুলো না কর তো তাহলে আমরা কম্পিউটার সিস্টেম নিয়ে এগিয়ে যেতে পারতাম না তারা দেশকে একটি নতুন একটি রূপ দিয়েছে
তো শুরু করা যাক
তথ্য ও প্রযুক্তির বিকাশে স্টিভ জবস এবং বিল গেটস – এর অবদান হল
তথ্য ও প্রযুক্তির বিকাশে স্টিভ জবস এবং বিল গেটস – এর । অবদান নিচে বর্ণিত হলাে :
স্টিভ জবস ( ১৯৫৫ – ২০১১ ) : স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা । মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর যুক্তরাষ্ট্রজুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় । যার ধারাতে ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রােনাল্ড ওয়েনে মিলে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন । প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম । বৃহৎ প্রতিষ্ঠান । অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়েছে । বিল গেটস : বিল গেটস মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা । বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে । ১৯৮১ সালে আইবিএম কোম্পানি তাদের বানানাে পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয় । ফলে বিকশিত হয় এমএস ডস এবং উইন্ডােজ অপারেটিং সিস্টেম ।
স্টিভ জবস এবং বিল গেটস তারা দুজন জীবনে অনেক পরিশ্রম করেছেন
তারা যদি না থাকতো আমাদের কম্পিউটার অপারেটিং অনেক পিছিয়ে থাকলেও
আমাদের পৃথিবীটা কে অন্য একটা রূপ দিয়েছেন তারা তারা ডিজিটাল যুগে অনেক এগিয়ে দিয়েছেন আমাদের
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা
আশা করি আপনারা তথ্য ও প্রযুক্তির বিকাশে স্টিভ জবস এবং বিল গেটস – এর অবদান
বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন
মমিন ব্যক্তিরা সবসময় মানুষের পাশে থাকবে এবং মানুষকে সাহায্য করবে মানুষকে সৎ পথে চলার জন্য জ্ঞান দেবে
তাই আপনারা ও মানুষের সাহায্য করবেন এবং সৎ পথে চলবেন এবং মানুষ কেউ সৎপথে চলার জন্য বলবেন
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্টটি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ