আমি আজকে তাড়াতাড়ি সিলেবাস শেষ করার কিছু উপায় বলব যার মাধ্যমে আপনি তাড়াতাড়ি পড়া শিখে ফেলতে পারবেন। এজন্য কিন্তু আপনাদের নিজেদের মেধা এবং শ্রমকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাহলে শুরু করা যাকঃ
১. ধরে নেই, আপনাকে ৪ টি বিষয় পড়তে হবে। প্রতি বিষয়ের জন্য আপনি কমপক্ষে ১ ঘন্টা সময় নিবেন। অর্থাৎ আপনাকে প্রতিদিন ৪ ঘন্টা পড়তে হবে।
২. যা পড়বেন তার বিষয়বস্তু বুঝে পড়বেন।না বুঝে পড়লে কোনো ফলাফল পাবেন।
৩. প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা নোটবুক বানান। যাতে পরিক্ষার আগে পড়া রিভিশন দিতে পারেন।
৪. যেই বিষয়টি পড়ছেন তা থেকে প্রশ্ন তৈরি করুন এবং উত্তর নোটবুকে লিখে ফেলুন।
৫. ধরুন একটি গল্প পড়লেন সেখান থেকে পরিক্ষায় আসতে পারে এমন সাল,দিবস, ব্যাক্তির নাম, ইত্যাদিও নোটবুকে লিখে ফেলুন।
৬. একটি সুন্দর রুটিন বানান। যাতে কোন বারে কী পড়বেন, কখন, কতক্ষণ পড়বেন লিখে রাখুন।
৭. আগামীকাল কী পড়বেন তা লিখে রাখুন। যেমন ধরুন আজকে আপনি পড়লেন অনুশীলনি ১ সেরকম কালকে পড়বেন অনুশীলনি ২ সেটা লিখে রাখুন। তাহলে আপনার একটা লক্ষ্য থাকবে যে আজকের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। এভাবে আপনি পড়ায় আগাতে পারবেন।
৮. আপনার পড়তে ইচ্ছা না করলে, কালকে পড়ব, পড়বনা এসব মনে হলে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। এটা কার্যকর টিপস। দেখবে আপনার পড়তে ভালো লাগবে।
৯. অন্যদের কথায় কান না দেওয়া। অনেকে আপনাকে বলবে আমি তো কিছুই পড়ি নাই, আমার পড়া শেষ হয়নাই ইত্যাদি এসব শুনে আপনি ভাববেন আমি ওর থেকে এগিয়ে বা ও পড়েনি আমিও পড়ব না। এটা একদম ভাববেন না কারণ অনেক ভালো ছাত্রছাত্রী আছে যারা পড়েও আপনাকে বলতে পারে এরকম কথা। কারণ যারা ভালো ছাত্রছাত্রী তারা সবসময় সবার সাথে কী পড়েছি কতটুকু পড়ছি ইত্যাদি শেয়ার করে না কিন্তু সে আপনার ভালো বন্ধু হলে ভিন্ন কথা তবুও নিজের প্রস্তুতি নিজের।
১০. একটানা পড়বেন না। পড়ার মাঝখানে বিরতি নিন। একটানা পড়লে আপনার একঘেয়ে লাগবে। তাই পড়ার মাঝখানে ৫ মিনিটের বিরতি নিতে পারেন। তখন আপনি গান শুনতে পারেন, স্ন্যাকস খেতে পারেন ইত্যাদি।
১১. পড়ালেখায় ইন্টারনেট এ-র সাহায্য নিতে পারেন। যেমন রবি ১০ মিনিট স্কুল, দূরবীন, বিভিন্ন ইউটিউব চ্যানেল। তাহলে আপনার পড়তে সুবিধা হবে।
১২. পর্যাপ্ত ঘুমানো অনেক জরুরী। সারারাত জেগে পড়লেন অথচ সকালে কিছু মনে নেই এরকম হলে আপনার রাতের পড়া বৃথা কারণ পর্যাপ্ত না ঘুমালে আপনার ব্রেইন ঠিকভাবে কাজ করবে না আপনার স্মৃতিশক্তি তখন দুর্বল হয়ে যাবে তাই পড়ে সেই পড়া আপনি মনে রাখতে সক্ষম হবেন না।