গাছ প্রেমী মানুষ সর্বদাই গাছ নিয়ে ভাবতে ভালোবাসে। গাছ আমাদের উপকারী বন্ধু। যে বন্ধু আমাদের নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যায়, বিনিময়ে কিছু নেয় না। গাছ ছাড়া পৃথিবী অচল।
গাছ আমাদের ছাড়া দেয়, প্রকৃতিকে বিশুদ্ধ রাখে, বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা করে, পৃথিবীর তাপমাত্রার উপর ইতিবাচক প্রভাব রাখে। তেমনি কিছু গাছ আছে যাদের পাতা, মূল ঔষধ হিসেবে কাজ করে। তুলসী হলো তার উৎকৃষ্ট উদাহরণ।
আকারে ছোট হলেও এর গুনাগুণের শেষ নেই। অনেকের হয়তো সে কথা জানা, অনেকে জানেন না।
তুলসীর অনেক গুণাবলীর মধ্যে প্রচলিত কিছু গুণাবলী যেমন;
- * সামান্য ঠান্ডা কাশিতে তুলসীর রস ঔষধ হিসেবে কাজ করে। তুলসীর রসের সাথে সামান্য আদার রস, এক চামচ মধু মিশিয়ে খেলে সর্দি ঠান্ডা ভালো হয়। বিশেষ করে শিশুদের জন্য উপকারি। এটা সবার জানা একটি বিষয়।
- *তবে আপনি জানেন কি তুলসী পাতা রূপচর্চায় ব্যবহৃত হয়। হ্যা, রূপচর্চার ক্ষেত্রে গাছান্ত নির্যাস বহুকাল ধরে চলে আসছে। আপনার তারুণ্য ধরে রাখবে তুলসী পাতার বাটা।
- *আপনি চাইলে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। এতে কোনো ক্ষতি হবে না বরং শরীর সুস্থ থাকবে।
- *তুলসী গাছে পাশে দাঁড়িয়ে থাকলে আপনি বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবেন। আপনার হার্ট ভালো থাকবে। তাই প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে গিয়ে গভীর ভাবে নিঃশ্বাস নিয়ে তা আবার ত্যাগ করুন।
- *তুলসী পাতা ব্যাকটেরিয়া ধ্বংস করে।
- তুলসী গাছ রোপন করলে সঠিক ভাবে পরিচর্যা করতে হয়। নয়তো শুকিয়ে যায়।
যেভাবে পরিচর্যা করবেন –
- *প্রথমে বড় টব বা খোলামেলা জায়গায় রোপন করবেন।
- *প্রতিদিন পানি দিতে হবে।
- *আগাছা মুক্ত রাখতে হবে।
- *শুকনো পাতা গুলো ছিড়ে ফেলতে হবে।
- *গৃহপালিত পশু-পাখিদের থেকে দূরে রাখবেন। হাঁস, মুরগী,ছাগল যেকোনো গাছ নষ্ট করে।
- *পাতা টেনে টেনে বা মুঠো করে ছিড়বেন না। একটি করে পাতা আলতো করে তুলবেন। নয়তো গাছের ক্ষতি হবে। কারণে তুলসীর মূল খুব নরম।
তুলসী প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক ঔষধ হিসেবে প্রচলিত। ইন্টারনেটের কল্যাণে আজ সবাই জানতে পারছে। তরুণ প্রজন্ম যেন জানতে পারে সে প্রয়াস রেখেই লিখা। নিজের জন্য ও পরিবেশের জন্য সবার বসত বাড়িতে তুলসী গাছ রাখা দরকার। আর যাদের গার্ডেনিং করার শখ বা করছেন তাদের বাগানে এই ঔষধি গাছ রাখতে পারেন। উপকারে আসবে।
অনেক সময় আমরা ঔষধ কিনতে পারি না বা হঠাৎ ঠান্ডা, সামান্য ঠান্ডায় ঘোরোয়া টোটকা হিসেবে কাজে লাগবে।
প্রাত্যহিক জীবনে আমরা কতো কাজ না করি, ছুটির দিন অন্তত গাছ লাগাই, গাছের যত্ন নেই। আমি মনে করি প্রত্যেক গাছেরই ভেষজ গুণ আছে।
গাছকে আমাদের জীবনের অংশ গড়ে তুললে সমস্যা কি?এতে জীব -বৈচিত্র সমস্ত কিছু রক্ষা পাবে৷
চুলে তুলসী পাতার উপকারিতা,
তুলসী পাতার রস খাওয়ার নিয়ম,
তুলসী পাতার উপকারিতা ভিডিও,
রাম তুলসী পাতার উপকারিতা,
তুলসী পাতার উপকারিতা ও অপকারিতা,
তুলসী গাছের উপকারিতা,
তুলসী পাতার অপকারিতা,