আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন ও সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।
চলে এসেছে এসাইনমেন্ট সিরিজ। নিজের শ্রেণীর প্রয়োজনীয় এসাইনমেন্ট পেতে চোখ রাখুন গ্রাথরের শিক্ষা বিভাগে। এসাইনমেন্ট সিরিজের ধারাবাহিকতায় আজ নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে।
প্রশ্ন:তোমার গ্রহপরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
নিম্নে অবস্থিত উপাদানগুলোর তালিকা করে সাজানো এবং সেই স্থান গুলোতে তোমার পরিবারের সদস্যরা কে কি কাজ করছে তার তালিকা তুলে ধরো।
শোবার ঘর ,রান্না ঘর,ড্রইং রুম ,খাওয়ার ঘর ,পড়ার ঘর ও বাথরুম।
উত্তর:গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বসবাস করি। আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে গৃহ হলো অন্যতম ও তৃতীয় স্থান।আমরা আমাদের নানা ধরণের চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। গৃহে আমাদের শিক্ষা ,বস্ত্র ,খাদ্য ,স্বাস্থ ,নিরাপত্তা ও শখ পূরণ করে। এখানে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ,সহযোগিতা থাকার ফলে আমাদের ভালোবাসা মজবুত হয়।
১.প্রতিটি মানব শিশুর প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভেতরের ও গৃহের বাইরের সব পরিবেশ নিয়ে গড়ে উঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ শান্তি ,শারীরিক ও মানুষিক সুখ শান্তি নির্ভর করে গৃহ পরিবেশের উপর।
গৃহপরিবেশের অন্তভুক্ত অংশগুলো হলো:
১.ঘর/কক্ষ
২.চাদ/চালা
৩.বারান্দা
৪.আঙিনা ইত্যাদি
২.নিম্নে উল্লেখিত গৃহের স্থান গুলো চোক সাজাই এবং পরিবারের সদস্যাদের কাজ মূল্যায়ন করি।
গৃহে প্রবেশ করা দরজা থেকে শুরু করে জানালা সবই হলো গ্রহের অন্তভুক্ত স্থান। গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের স্থানগুলো মোটামুটি তিনটি ভাগে বিভক্ত :
১.আনুষ্ঠানিক স্থান
২.অনানুষ্ঠানিক স্থান
৩.কাজের স্থান
১.আনুষ্ঠানিক স্থান:ড্রয়িং রুম :
অথিতি ,বন্ধুবান্ধব এলে এই স্থানে অভ্যর্থনা জানাই ও আপ্যায়ণ করি।
২.অনানুষ্ঠানিক স্থান:শোবার ঘর:
এখানে বিশ্রাম নেই,ঘুমাই।
পড়ার ঘর:এই ঘরে আমরা পড়াশোনা করি।
৩.কাজের স্থান:রান্নাঘর:
এ স্থানে খাবার রান্নার জন্য প্রস্তুতি অর্থাৎ কাটা,বাঁচা ,ধোয়া ,মসলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্না করার সবাই থাকে।
বাথরুম:
এ স্থানে কাপড় চোপড় ধোয়া ,পয়ঃনিষ্কাশন ইত্যাদি সব করা হয়।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন