তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায়।ভালোবাসা কি বুঝতাম না,ভালোবাসা কেমন হয় সেটা ও জানতাম না।কিন্তু তোমাকে ভালোবেসে আমি বুঝতে পেরেছি ভালোবাসা আসলে কি।কিন্তু আফসোস যে তুমি আমায় ভালোবাসা শিখালে,সেই তুমিই আমাকে ছেড়ে চলে গেলে।জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেলো।
চাইলে ও নিজেকে সামলে নিতে পারি না।জানি না তুমি কখনো ফিরে আসবে কি না।কিন্তু আমি সারা জীবন তোমারই অপেক্ষায় থাকবো।যদি কখনো ফিরে আসো আমি তোমাকে কখনো ফিরিয়ে দিতে পারবো না। তোমাকে ফিরিয়ে দেওয়ার স্বাধ্য যে আমার নেই।কারন তোমাকে যে আমি খুব বেশি ভালোবাসি।
হয়তো খুব সহজে তুমি আমায় ভুলে যাবে।অন্য কাউকে নিয়ে জীবনটা সুন্দর ভাবে সাজিয়ে নিবে।কিনতৃু আমি চাইলে ও তোমায় খুব সহজে ভুলতে পারবো না।জানি না নিজেকে কিভাবে সামলে নিবো,পারবো কি তোমায় ভুলে গিয়ে নতুন করে জীবন সাজাতে,নাকি সারাজীবন তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে।
হয়তো তোমায় আমি কখনো পাবো না ছুঁতে।কিন্তু তারপরে ও আমি সবসময় চাই আমার সব সুখ যেন তোমার কপালে জুটে।
তোমার সুখেই আমার সুখ।
তুমি ভালো থাকলেই আমার ভালো থাকা হয়।
রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে আমি তোমায় নিয়ে ভাবনাতে বিভোর থাকি।
চাইলে ও ঘুমাতে পারি না।সবার সামনে সবসময় হাসি মুখটাই দেখাই।
কেউ বুঝতেই দেই না।আমার ও যে কিছু কষ্ট আছে।
আমি ও যে কাউকে অনুভব করি।নিজের বুকের চাপা কষ্ট গুলোকে সবসময় লুকিয়েই রাখি।
জীবনে চলার পথে হয়তো অনেক কিছুই পাবো।
কিন্তু তোমাকে হয়তো আর কখনো ফিরে পাবো না।তোমার সাথে কাটানো সময় গুলো আর কখনো ফিরে পাবো।
চাইলে ও তোমার পাশে আর বসতে পারবো না।
না বলা অনেক কথাই আর তোমাকে বলা হবে না।
কারো মেসেজের জন্য আর কখনো অপেক্ষা করা হবে না।
তবু ও আমি ভুলতে পারবো না।
আমার প্রতিটা নিশ্বাসের সাথে তুমি মিশে আছো।
কখনো আমি তোমাকে অন্য কোনো একজন মনে করতাম না।সবসময় মনে করতাম তুমি আমার নিজের দেহেরই একটা অংশ।তোমার অসুস্থতা কে আমার নিজের অসুস্থতা মনে হতো।তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতাম।কিন্তু সেই তুমি এত তাড়াতাড়ি বদলে যাবে সেটা কখনো কল্পনা ও করি নি।
স্বার্থবাজ মানুষ গুলো বুঝি তোমার মতই হয়।
যদি একটু ও বুঝতাম তুমি এমন করতে তাহলে অনেক আগেই নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিতাম।
মানুষ মুখে শুনতাম প্রথম প্রেম নাকি ভুল মানুষের সাথেই হয়।কিন্তু কখনো বিশ্বাস করতাম।
কিন্তু এখন তোমাকে দেখে বিশ্বাস করি।তবু ও চাইবো তুমি সবসময় ভালো থাকো।
তোমায় নিয়ে আমার লেখা..
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
Good
Tnx
Thankyou
Wow
Gd
good
valo post
nice
nice
Nice
Gd
Mind blowing
valo post
nice
❤️
nice post
0
….
hmm