অনলাইনে ইনকাম করতে সবারই মন চায়। কিন্তু অনলাইনে অনেকেই শুধু ঘুরাফিরা করে থাকেন, এতে করে তাদের কাজের কাজ কোনোটিই হয় না।
অনেকেই অনলাইনের বিভিন্ন রকম সাইট এর মাধ্যমে কাজ করে প্রতিনিয়ত প্রতারিত হয়েছেন। ফলে তারা তাদের কাজের আগ্রহ হারিয়ে ফেলেছেন, এজন্য এখন আর কোনো দিকেই তারা তাদের মনকে স্থির করতে পারছেন না। এজন্য সকল কাজের ক্ষেত্রে ই বিশ্বাস টা খুবই জরুরি। বিশ্বাস করে বা এর মাধ্যমে কাজ করলে সাফল্য ও সফলতাকে কেউ কখনো ধরে রাখতে পারে না এবং পারবেও না।
অনলাইনে তো আমরা ইনকামের মতো বিভিন্ন সাইট দেখে থাকি। আজ না হয় আরো একটি বিশ্বস্ত সাইটের সাথে পরিচিত হবো।
আজকে যেটা নিয়ে আমার মূল আলোচনা সেটা হচ্ছে বোর্ড ক্লোজিং।
(বোর্ড ক্লোজিং-)
বোড ক্লোজিং সাইটটি একটি কোম্পানি ভিত্তিক প্রতিষ্ঠান এর ধরনের মতো। বোর্ড ক্লোজিং বহু আগে থেকেই এদেশে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এর মূল মালিকানাধীন আমেরিকার এক কোম্পানির হাতে দায়বদ্ধ।
২০২০ জানুয়ারি তে বাংলাদেশ সরকার উক্ত কোম্পানিটিকে ব্যবসায়ের লাইসেন্স করে দিয়েছে। ফলে সাইটটি যে টিকে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা নির্ভয়ে এখানে কাজ করতে পারেন।
কাজসমূহঃ-
বোর্ড ক্লোজিং এর কাজ মূলত একটি একাউন্ট তৈরি করে সেখানে দিনে শুধু মাত্র ১০ মিনিট সময় ব্যয় করে ৪০ টাকা ইনকাম করা।
এর জন্য প্রথমেই আপনাকে একটি বোর্ড ক্লোজিং একাউন্ট খুলতে হবে। একাউন্ট খলার লিংকটি এখানে দিয়ে দিলামঃ- www.boardclosing.com
এর ভিতর প্রবেশ করে আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সেখানে একাউন্ট খোলার জন্য নাম, জিমেইল আইডি, মোবাইল নম্বর, এবং যেকোনো পাসওয়ার্ড দিন।
তারপর রেজিষ্ট্রেশন এ ক্লিক করলে দেখাবে একটি পেইজ, সেটাতে পিন নম্বর দিয়ে আপনাকে একটিভ করতে হবে। একটি পিন এর মূল্য ৯৬০ টাকা করে। অর্থাৎ ৯৬০ টাকা ইনভেস্ট করে আপনি এখানে একাউন্ট খুলতে পারবেন। এর জন্য যেকোনো সহযোগিতার জন্য আমি আপনাদের সাহায্য করে যাবো।
এই ৯৬০ টাজা আপনার একাউন্টেই জমা থাকবে।
যারা যারা একাউন্ট খুলতে আগ্রহী তারা আমার পোস্টের কমেন্টে জানান, আমি ফেসবুকে আপনাদের এড করিয়ে সেখানে গ্রুপে জয়েন করিয়ে দিলে সবই বুজতে পারবেন।
একাউন্ট তৈরি করার পর আপনার কাজ হচ্ছে ২ মিনিটের ৫ ভিডিও দেখা। এতে আপনি দিনে ৪০ টাকা করে পাবেন, এভাবে মাসে আপনি ১২০০ টাকা পাবেন একটি একাউন্ট থেকে।
আমি আমার দুইটা একাউন্ট থেকে ২৪০০ টাকা করে মাসে পাচ্ছি, তাই আপনাদেরকেও জানালাম।
আর পেমেন্ট নিতে কেনো ধরনের সমস্যাই হবে না। পেমেন্ট বিকাশ অথবা ডাচ বাংলা যেকোনো উপায়েই নেয়া যাবে।
যেহেতু সরকার কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত, তাই আপনি এটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন।
nice
Thanks
Matro 40
Just video te click kore 10 minutes wait kora, video na dekleo time count hoi
Site এ এখন প্রতি মাসে 1 টা রেফার করা লাগবে না হলে আইডি এক্টিভ থাকবে না।
Jii vhai
Pore abar lok na peye ager niyom tai on korte pare
Wow
Thanks
bhalo income source……
Hmm
Matro 40
Hmm
ভালো
Hmmm
amader grathor site beshi valo
Jii
i see
Ok
Link died