হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
যারা ইউটিউবে কাজ করেন এবং যারা বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট ভিডিও মেক করে থাকেন তো বন্ধুরা আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে কিনা এবং কোন ভিডিওর জন্য এবং আপনার কিভাবে স্ট্রাইক উঠাবেন তা আজকে আমি আপনাদের বলে দেবো তার জন্য সম্পূর্ণ পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়তে থাকুন।
তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের কি করতে chrome অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকতে হবে এখন বর্তমানে সব ফোনগুলোতে ক্রোম বাজার থাকে অথবা যদি কারো ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে chrome লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
তো বন্ধুরা নিচের লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে জাবে প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল এ ক্লিক করে ইন্সটল করে নিন।
অ্যাপস ডাউনলোড লিনকঃ https://play.google.com/store/apps/details?id=com.android.chrome
ডাউনলোড করার পর ইন্সটল করার পর ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা youtube.com চলে যাবেন তার পরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট আছে একাউন্ট আইকনে ক্লিক করে আপনারা সুইস অ্যাকাউন্ট এ ক্লিক করে আপনাদের যে চ্যানেলের যে জিমেইল সেই জিমেইল দিয়ে সাইন ইন করে ফেলুন সাইন ইন করে ফেলার পরে তারপর আপনার চ্যানেলের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের কি করতে হবে আপনারা ইউটিউব স্টুডিও চলে যেতে পারেন অথবা আপনারা ক্লাসিক ভার্সনে চলে যেতে পারেন আমি আপনাদের বলব ক্লাসিক ভার্সনে যাওয়ার জন্য আপনারা ক্লাসিক ভার্সনে চলে যাওয়ার পর তারপর আপনাদের কি করতে হবে দেখতে পারবেন চ্যানেল নামক একটি আইকন আছে সেই চ্যানেল নামের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর একদম হোমপেজে আপনারা দেখতে পারবেন কপিরাইট স্ট্রাইক এবং গাইডলাইন স্ট্রাইক আসছে না কি সেটা দেখতে পারেন এবং আপনাদের এখন এটা উঠানোর জন্য কি করতে হবে আপনারা যে ভিডিওর জন্য কপিরাইট আসছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সেটা দেখার পরে সেই ভিডিওর ওখানেই আপনারা একটা জিমেইল দেখতে পারবেন সেই জিমেইলে আপনার মেইল করবেন যে ইংলিশে মেইল করবেন অথবা বাংলায় মেইল করবেন তো বন্ধুরা আপনারা কপি করেছেন ধরুন বাংলা গান কপি করেছেন তাহলে আপনারা বাংলায় মেইল করবেন। ইংলিশ গান করলে ইংলিশে মেইল করবেন তো বলবেন যে আমার ভুল হয়ে গেছে আমার চেনেল থেকে স্ট্রাইকটা উঠিয়ে নিন এবং তার যদি দয়া মায়া হয় তাহলে আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠিয়ে নিবে তো বন্ধুরা এটাই হচ্ছে উপায় তাছাড়া কোনো সেটিংস নেই উঠানো যাবে এটাই হল কার্যকরী উপায়।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামুয়ালাইকুম।