হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি play store থেকে ডাউনলোড করা যেকোনো অ্যাপ সরাসরি আপনার মেমোরিতে অথবা আপনার ফাইল ম্যানেজার এ নিতে পারবেন। যদি শিখতে চান তাহলে পুরোটা মনোযোগ সহকারে পড়তে থাকুন।
এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপটি ডাউনলোড করার কথায় আসি আগে ডাউনলোড করতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অথবা সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর আপনাদের ফোনে যত অ্যাপ ইন্সটল করা আছে সব ধারাবাহিকভাবে চলে আসবে। তারপর সেখান থেকে আপনাদের বাছাই করতে হবে কোন অ্যাপটা আপনি ফাইল ম্যানেজার নিতে চাচ্ছেন। এসে অ্যাপগুলো ফাইল ম্যানেজারে নিতে চাচ্ছেন সেগুলোকে টিক মার্ক করুন। তারপর নিচে দেখুন Backup লেখা আছে। তারপর সেই বেকাপ বাটনের উপর ক্লিক করুন। তারপর দেখবেন পার্সেন্টেজ আকারে শো করছে। পারসেন্টা ১০০% হয়ে গেলে তারপর আপনাকে বুঝতে হবে যে এটা ফাইল ম্যানেজার এ চলে গেছে। তারপর আপনি আপনার ফাইল ম্যানেজারে যান, সেখান থেকে আপনার ফোন মেমোরি তে যান, ফোন মেমোরিতে যাওয়ার পর দেখবেন App_Backup_Restore নামক একটি ফাইল তৈরি হয়েছে। তারপর সেই ফাইল এ যান। তারপর সেই ফাইল থেকে archived নামক ফাইলে যান তারপর আপনি যে অ্যাপটি অথবা যে অ্যাপগুলো Restore করেছিলেন সেই অ্যাপটি চোলে আসবে। কোনো কিছু বুঝলে সমস্যা হলে নিচের ছবিগুলো লক্ষ করুন ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
এভাবেই মূলত আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেকোনো অ্যাপ ফাইল ম্যানেজারে নিতে হয়।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামুআলাইকুম।