হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকের টাইটেল টা দেখে আপনারা হয়তো একটু অবাক হতেই পারেন কেননা আজকে টাইটেলে আমি বলেছি যে ছবি থেকে লেখা কিভাবে কপি করবেন তো বন্ধুরা ছবি থেকে লেখা কপি করা এটা খুবই সিম্পল একটি কাজ আপনারা যদি একবার দেখেন তাহলে এটাকে মনে হবে যে পানির মত সোজা।
তো বন্ধুরা তার জন্য আপনার পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন আপনারা ১০০% সিওর আপনার ছবি থেকে যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন অথবা বই থেকে অথবা আপনারা যে কোন পিকচার থেকে অথবা আপনি সাথে সাথে ছবি তুলে আপনারা যে লেখা থাকবে ছবিতে তা সম্পূর্ণ কপি করতে পারবেন ইংলিশ বাংলা হোক হিন্দি হোক যে কোনো ধরনের ভাষায় আপনি করতে পারবেন।
এবং সেই ছবিতে যদি ধরুন ইংলিশ লেখা আছে তাহলে সেটা আপনারা এক ক্লিকে বাংলা করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে বড়ো সুবিধা।
তাই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পরতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথম এটি করতে হলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে নিচের লিনক থেকে সরাসরি ডাউনলোড করুন।
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate
ডাউনলোড করার পর প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন।
তো বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আর আপনারা এই অ্যাপসের মাধ্যমে ইংলিশ থেকে বাংলা করতে পারবেন অথবা বাংলা থেকে ইংলিশ করতে পারবেন।
যেকোনো ধরনের ভাষা থেকে যেকোনো ধরনের ভাষাতে করতে পারবেন।
তো বন্ধুরা আমাদের কথা সেটা নয় আমাদের কথা হচ্ছে যে ছবি থেকে লেখা কিভাবে কপি করতে হয় তবে ছবি থেকে লেখা কপি করতে হলে আমাদের কি করতে হবে দেখতে পারবেন ক্যামেরা নামক অপশন আছে।
তো বন্ধুরা আপনারা কি করবেন সিম্প্লি ক্যামেরার উপর ক্লিক করে দিবেন।
ক্যামেরার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা সেখান থেকে ছবি ইমপোর্ট করতে পারবেন মানে আপনার গ্যালারি থেকে ছবি সিলেট করতে পারবেন।
মানে আপনারা বসিয়ে দিতে পারবেন অথবা আপনারা চাইলে এখনি সাথে সাথে ছবি তুলে আপনারা স্ক্যান করে এটি করতে পারবেন।
তো বন্ধুরা আপনাদের একটা কথা বলে নেই এইটা করতে হলে কিন্তু আপনাদের নেট কানেকশন এর প্রয়োজন হয় আপনাদের ডাটা কানেকশন অন করে নিবেন।
তো বন্ধুরা ছবিটা সিলেক্ট করার পরে তারপর আপনাদের সেই ছবির মধ্যে যেখানে যেখানে লেখা আছে সেই লেখাগুলো দেখতে পারবেন একদম বক্স বক্স আকারে সাদা সাদা হয়ে আছে।
তো বন্ধুরা আপনারা সঠিক যেটুকু লেখা কপি করতে চাচ্ছেন অথবা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করতে চাচ্ছেন আপনাদেরকে হাত দিয়ে মার্ক করে তারপর টান দিয়ে তারপর আপনাদের কপি করতে হবে।
তারপর দেখতে পারবেন উপরে অপশন আসবে ওখান থেকে তীর আইকনে ক্লিক করবেন তারপর দেখবেন সেই লেখাটা জদি বাংলা হয় তাহলে ভাষাটা ইংলিশে করে ফেলতে পারবেন।
আর বন্ধুরা আপনাদের লেখাটা কপি করতে হলে সর্বপ্রথম আপনারা ওই লেখার উপর ক্লিক করতে হবে।
লেখার উপর ক্লিক করলে দেখতে পারবেন সবগুলো এডিট করার সিস্টেম চলে আসছে সেখানে সব ওপর চেপে ধরবেন তারপর কপির ওপর ক্লিক করবেন।
আর যারা লেখা যেকোনো ধরনের লেখা কপি করতে পারেন তাদের তো আর বলতেই হবে না যে কিভাবে লেখা কপি করতে হয়।
এভাবেই মূলত আপনি যেকোনো ছবি থেকে লেখা কপি করবেন এবং সেই লেখা ইংলিশ থাকলে বাংলা করে ফেলতে পারবেন অথবা যেকোন ভাষা করে ফেলতে পারবেন।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আসসালামুয়ালাইকুম।