আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন।
আমিও ভালো আছি।
পোষ্টের শিরোনাম দেখে হয়তো বা আপনারা বুঝে ফেলেছে আজকে আমি আপনাদেরকে কি বিষয়ে বলতে চাচ্ছি আজকে আমি আপনাদেরকে অনলাইন থেকে আয় করার একটি মাধ্যম সম্পর্কে বিস্তারিত বলবো মানে আজকে আমি আপনাদেরকে ফেসবুক থেকে কিভাবে আয় করবেন তার সম্পর্কে ধারণা দিব।
আপনারা যদি পুরোপুরি ভালোভাবে পড়বে তাহলে বুঝতে পারবেন আশা করি আপনারা সবাই পুরোপুরি ভালোভাবে বলবেন তাহলে শুরু করা যাক। আপনারা সবাই জানেন ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে পৃথিবীর সর্ব ব্যবহৃত সোশ্যাল মিডিয়া।
পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ ব্যবহার করে থাকে এবং এই মাধ্যমটি আমরা সবাই জেনে থাকি আজকে আমি এই বাড়ি থেকে কিভাবে আয় করবেন তা সম্পর্কে বিস্তারিত বলবো।
সারা বিশ্বে প্রতি মাসে ২.৪ বিলিয়ন। একটিভ ফেসবুক ইউজার রয়েছে। তার মধ্যে প্রতিদিন গড়ে ১.৪৯ বিলিয়ন লােক ফেসবুক ব্যবহার করে। আপনি শুনলে আরাে অবাক হবেন যে, প্রতি এক সেনেন্ডে গড়ে ৫ টি নতুন ফেসবুক একাউন্ট তৈরি হয়ে থাকে। এই পুরাে কাজ নিয়ন্ত্রন করার জন্য ফেসবুকের ৪৪৪৯২ জন স্পেশালিস্ট প্রতিদিন কাজ করে থাকেন।ফেসবুক থেকে আয় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পেজ থেকে আয় করা পৃথিবীর অনেক অনেক মানুষ যখন পেজ থেকে আয় করে অনেক অনেক টাকা আয় করছে তাই আজকে আমি আপনাদের প্রথম যে বিষয়টি সম্পর্কে বলব তাহলে ফেসবুক পেজ থেকে কিভাবে আয় করবেন
★ ফেসবুক পেজের মাধ্যমে টাকা
আয়ঃ
আপনার ফেসবুক পেজে যখন প্রচুর পরিমানে
ফ্যান-ফলােয়ার ও লাইক থাকবে তখন থেকে
আপনি বিভিন্ন উপায়ে ফেসবুক থেকে অনেক অনেক টাকা
আয় করতে পারবেন। ব্যবসা বা
প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফেসবুক থেকে এখন অনেক মানুষ অনেক অনেক টাজা আয় করতেছে। বিশেষকরে
আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেই
প্রতিষ্ঠানের নামে ফেসবুক পেজ তৈরি করে খুব
সহজে প্রতিষ্ঠানের প্রচারনা চালাতে পারেন।
এছাড়াও যখন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের
ফেসবুক পেজে প্রচুর পরিমানে লাইক থাকবে
তখন আপনি চাইলে সহজে আপনার।
প্রতিষ্ঠানের বিভিন্ন পন্য বা প্রােডাক্ট ফেসবুক
পেজে আপলােড করে পন্যের প্রচার ও প্রসার
চালিয়ে অনলাইনের মাধ্যমে সহজে ক্রেতার
নিকট পন্য বিক্রি করতে পারেন
★অ্যাফিলিয়েট মার্কেটিং করে
ফেসবুক থেকে আয়ঃ
আপনি চাইলে ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারেন।নিচে এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে।আপনারা পড়ে নিতে পারেন।-
অন্যের প্রােডাক্ট বিক্রি করে বিক্রয়ের উপর
কমিশন নিয়ে অনলাইন থেকে আয় করাকে
সহজ ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।
অনলাইনে প্রােডাক্ট বিক্রি বলতে এখন শুধুমাত্র
ডিজিটাল প্রােডাক্টকে না বুঝিয়ে সব ধরনের
প্রােডাক্টকে বুঝায়।
মানুষ এখন প্রায়ই সময়ই, Amazone, eBay, Daraz, BD Shop এর।
মত আরাে বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট
থেকে মানুষ এখনাে নিয়মিত প্রােডাক্ট কিনে
থাকে। আপনি চাইলে এ
ধরনের
মার্কেটপ্লেসগুলােতে একটি একাউন্ট খােলে খুব
সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক
থেকে টাকা আয় করতে পারবেন।
আশা করি আপনারা সবই বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসছে আজকে এই পর্যন্তই অন্য কোনদিন অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
★সবাইকে ধন্যবাদ★