হ্যালো বন্ধুরা
This is Raj miraj
আজ আমি এমন এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে যেটি না জানলে আপনার বড় ধরনের ঠিক হতে সম্মুখীন হতে হবে যেকোনো এক সময়।
আমি আজ এমনই একটি আর্টিকেল শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি আপনার শাওমি ফোনটিকে বেশি নিতে পারবেন নকলের হাত থেকে।
বর্তমানের শাওমির যে চাহিদা বাড়ছে সেই দিক থেকেই বাড়ছে তার ডুব্লিকেট ফোনের আমদানি এবং উৎপাদন।
তাই আপনি যাতে নকল এবং ডুবলিকেট ফোনগুলো কেনা থেকে বিরত থাকেন সেজন্য আজকে আমার এই সতর্কবার্তার আর্টিকেল।
আপনি একটি ফোন কিনতে যাওয়ার সময় এবং যখন ফোন টি কিনবেন তখন কিভাবে বুঝবেন আপনার ফোনটি অরিজিনাল নাকি ডুবলিকেট।
এটার জন্য আপনাকে একটি বিষয় জানা থাকলেই আপনি নকল এর হাত থেকে বেঁচে যেতে পারেন’।
সেই বিষয়টা হলো আপনি যখন ফোন কিনতে যাবেন, এবং যে ফোনটা আপনার চয়েজ হয়েছে।
সেই ফোনটা কি ওপেন করে এবং তার ডায়াল প্যাড এগিয়ে একটি কোড ডায়াল করার মাধ্যমে তার IMEI নাম্বারটি দেখে নিতে পারবেন।
আপনি যখন,. *#06#
এই করতে ডায়েল করবেন তখন আপনার সামনে দুইটি IMEI নম্বর চলে আসবে এবং সেই নম্বর দুইটি আপনি নোট করে।
যেকোনো একটি ফোন দিয়ে যেকোন ব্রাউজারে গিয়ে Mi verify এটি লিখে সার্চ করার পর প্রথমে যেই অপশনটি আসবে ওটা ফ্রেশ করার পর।
আপনার নোট কৃত দুইটি নাম্বার থেকে যেকোন একটি নাম্বার এই খালি বক্সে পেস্ট করুন।
এবং নিচের বক্স টায় তাসের লেখা গুলো দেখে ক্যাপচা পুরন করুন।
তারপর সাবমিট এ প্রেস করুন।
যদি আপনার ফোনটি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনার ফোনের যত ডিটেলস আছে সব গুলো আপনার সামনে দেখতে পারবেন এবং আপনার ফোনে রেম, রম, ব্যাটারি, ক্যামেরা, এমনকি আপনার ফোনের কালার টা ওখানে শো করবে।
আর যদি দুর্ভাগ্যবশত আপনার ফোনটি আনঅফিসিয়াল বার ডুবলিকেট এমনকি নকল হয়ে থাকে তাহলে আপনার কোটি সাবমিট করার পর এখানে কোন অপশন আসবে না।
তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কাঙ্খিত এবং পছন্দকৃত ফোনটি আসলে অফিশিয়াল ভাবে বা বৈধভাবে আসেনি।
ধন্যবাদ