আসসালামুআলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই।
আশা করি ভালো।
অনেকদিন পর আজকে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের কাছে।
আজকে পোস্ট হচ্ছে আমাদের নখে কেন সাদা দাগ হয় এই বিষয় নিয়ে।
তো চলুন শুরু করা যাক।
নখ আমাদের শরীরের তথা হাতের অনেক গুরুত্বপূর্ণ অংশ।
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই নখের গুরুত্ব একটু বেশি। মাঝেমধ্যে আমরা দেখতে পাই আমাদের নখে কিছু সাদা দাগ রয়েছে।
জানা যায় ,নখের সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব।
কিন্তু এটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়।
এমনকি এই দাগগুলোর পিছনে যে রহস্যগুলো আছে তাও তেমন একটা গুরুত্বপূর্ণ নয়।
চিকিৎসাবিজ্ঞানে নখের এই সাদা দাগের নাম ‘punctate leukonychia’
অধিকাংশ সময় নখের এই দাগ হয় কোন কিছুতে ধাক্কা লাগলে অথবা আঘাত পেলে।
এই আঘাত যে খুব গুরুতর হতে পারে তা কিন্তু নয়।
টেবিল এ ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা ও দাঁত দিয়ে নখ কাটলে নখে সাধারণত এমন ভাবে সাদা দাগ হয়ে যায় ।
এতে ভয় পাওয়ার কিছুই নেই।
মূলত নখের এই সাদা দাগগুলো নখের মরা কোষ বা ক্ষতিগ্রস্ত কোষকে ইঙ্গিত করে।
নখের কোন কোন জায়গার সাদা দাগ চিন্তার কারণ নয় ।
কিন্তু যদি নখ পুরো সাদা হয়ে যায় তবে তা গুরুতর হতে পারে। পুরোপুরি সাদা নখ শরীরের অভ্যন্তরীণ বড় কোনো সমস্যার জানান দিতে পারে।
যেমন: লিভার ,কিডনি ও হার্ট এর সমস্যা ।
যখন এই সাদা দাগ গুলো সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকে ইঙ্গিত করে।
সাদা দাগ গুলো পুর নখ জুড়ে থাকলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ।
আজ এ পর্যন্তই।
দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন টপিক নিয়ে ।
সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আল্লাহ হাফেজ।।