ইউটিউব হলো বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ
ইনকাম মাধ্যমে। বর্তমান সময়ে ইনকামের জন্য এটিকে
বেশি ব্যবহার করছে মানুষ। বিভিন্ন ধরনের রান্না,
হাসি মজার জন্য বিভিন্ন ধরনের জোকস, টকটক
ভিডিও, পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের ব্লগ, সৌন্দর্য
ও মেক আপ এর জন্য ব্লগ, মানুষকে মোটিভেট
করার জন্য বিভিন্ন ব্লগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের
ব্লগ যা বলে শেষ কারা যায় না। আপনার ও আমার
মতই সাধারণ মানুষ এই ভিডিও করে থাকে এবং
ইনকাম করে। যত বেশি ভিউয়ার তত বেশি ইনকাম।
যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে চান তাদের
জন্য কিছু টিপস,,,,,,,,,
১। আপনারা ভিডিও তৈরি করলে মানুষ আপনার
ভিডিও দেখে মন্তব্য করবেই। কিছু ভালো আর কিছু
খারাপ মন্তব্য করবে। খারাপ মন্তব্য দেখে আপনার
খারাপ লাগবে, এটা স্বাভাবিক। এরপর আপনার ভিডিও
করতে মন চাবে না। আমি বলছি, খারাপ লাগার
কোনো বিষয় নাই, মানুষের মুখ আছে কথা বলবেই।
মন্তব্য থেকে শিক্ষা নিয়ে আরও উৎসাহ নিয়ে ভালো
ভিডিও তৈরি করুনব।আপনি কি কখনও এভাবে
ভেবেছেন, যে খারাপ মন্তব্য করছে সেও আপনার
ভিডিও দেখে তার সময় নষ্ট করছে😊😊😊😊😊
২। ইউটিউবের অনেক ভিডিও যদি ৩ মিনিটের হয়
তবে ১.৩০ মিনিট তার চ্যানেল subscribe করা
নিয়ে কথা বলে। এটা বন্ধ করুন। এটা অনেক পছন্দ
করে না।
৩। যে বিষয় নিয়ে ভিডিও করবেন তা নিয়ে মিনিমাম
ধারণা থাকা দরকার।
৪। ভিউয়ারা নতুন নতুন মজাদার ভিডিও দেখতে চায়।
চেষ্টা করবেন সবার থেকে আলাদা ভিডিও করার😉
৫। ইউটিউবদের অবশ্যই মিষ্টিভাষী হতে হবে। যত সুন্দর
ভাবে কথা বলতে পারবেন তত আপনার ভিডিও লাইক
করবে।
৬। ভিডিও সবসময় বিভিন্ন টপিকের উপর হলে ভালো
হয়।
ভুল কিছু বললে ক্ষমা করবেন।
সুস্থ থাকুন
ঘরে থাকুন
বাহিরে গেলে মাস্ক পরুন
বাহির হতে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে নিন