সারা বিশ্বের জনপ্রিয়, সামাজিক মাধ্যম হোয়াটস্ অ্যাপ বন্ধ হচ্ছে ২০২০ সালে।
যার মাধ্যমে আমরা প্রতিদিন প্রায় সবসময় ভয়েস কল, চ্যাটিং বার্তা আলাপ করতাম এবং ভিডিও দৃশ্য ধারণ করে , একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকি।
আমরা অন্যান্য সামাজিক মাধ্যমের চাইতে, বেশির ভাগ জনগন হোয়াটস্ অ্যাপ মাধ্যম টি ব্যবহার করি।
কিন্তু সামনে নতুন বছরে সেই সুবিধা আর আমরা পাব না।
সকল উইন্ডোস ডিভাইজ,এই সুবিধা আর পাবে না। শুধু তাই নয় কিছু অ্যান্ড্রয়েড ডিভাইজ ও চলবে না হোয়াটস্ অ্যাপ।
এছাড়া নিউ ডিভাইজ আইওএস সিস্টেম এই ভারশনের ফোণগুলো তে ও চলবে না।
আর যেসব পুরাতন ভারশন ডিভাইজ আছে সেগুলো তে ও অফ করা হবে।
তাছাড়া হোয়াটস্ অ্যাপ পুরাতন ডিভাইজে অ্যাকাউন্ট ছিল আবার নতুন সিস্টেম করেছে, কোন কারণে আইডি মুছে গেলে আর লগ ইন হবে না। নতুন অ্যাকাউন্ট করতে হবে।
আইফোন গুলোতেও হোয়াটস্ অ্যাপ চলবে না।
আগামি ফেব্রুয়ারি ১ লা থেকে বন্ধ হোয়াটস অ্যাপ আইফোনে।
৩১ ডিসেম্বর পর থেকে হোয়াটস অ্যাপ বন্ধের কার্যকলাপ শুরু হবে।
এর মধ্যে যেসব ডিভাইজে চলবে, পরে সেগুলো বন্ধ করা হবে।
আগে অ্যান্ড্রয়েডে অনেক ফিচার ছিল না। যা নতুন ভারশন প্লে স্টোর থেকে নিয়ে উপভোগ করা যাচ্ছে। যেমন, কল ওয়েটিং সুবিধা, এটা ছিল না আগে এখন সবাই পাবেন।
হোয়াটস অ্যাপ বন্ধের বিষয়টি এখনো কার্যকর হয় নাই, সম্ভাবনা আছে ২০সালের প্রথমে বন্ধ করা হতে পারে।
এই তথ্যটি সমপূর্ণ সংগ্রহ করা,অনলাইন থেকে ।
ভুল ত্রুটি থাকলে মাপ করবেন। আশা করি সবার মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ।
সুত্র: ডেলি মেইল