Cheap price backlink from grathor: info@grathor.com

নবম শ্রেণির গার্হস্থ্যবিজ্ঞান এ্যাসাইনমেন্ট (৮ম সপ্তাহ)

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন,সুস্থ আছেন।

বরাবরের মতো আজকে আমি এই পোস্ট এ নবম শ্রেনির ৮ম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও একটি নমুনা উত্তর লিখে দিব।

নমুনা উত্তরটি হুবুহু না লিখে উত্তরটি অনুসরণ করে,ধারণা নিয়ে লেখার অনুরোধ রইল।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:-

বর্তমানে তোমার পরিবারে যেসকল সদস্য রয়েছেন তারা বিকাশের কে কোন পর্যায়ে অবস্থান করছেন তা শনাক্ত করো এবং তাদের বৈশিষ্ট্য গুলো বর্ণনা করো।
(নিচের প্রশ্নগুলোর ব্যাখ্যা করো)

১/তোমার পরিবারে কে কে রয়েছে?

২/ একটি ছকের মাধ্যমে তারা বিকাশের কে কোন পর্যায়ে রয়েছে তা উল্লেখ করে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরো।

৩/ তুমি কি মনে করো তাদের পর্যায়ে অনুযায়ী যথাযথ আচরণ করছে ব্যাখ্যা করো।

“নমুনা উত্তর”

আমার পরিবারে কে কে আছে তা নিম্নে উল্লেখ করা হলো –

১|বাবা
২|মা
৩| দাদা
৪|দাদি
৫|বড় ভাই
৬|ছোট বোন
৭|আমি

বর্তমানে আমার পরিবারের যেসকল সদস্য রয়েছে একটি ছকের মাধ্যমে তারা বিকাশের কোন পর্যায়ে রয়েছে তা উল্লেখ করে কয়েকটি বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো –

বি:দ্র:- আমি ছক দিতে না পারলেও তোমরা তোমাদের খাতায় ছক করে এ্যাসাইনমেন্ট লিখবে ।

পরিবারের সদস্য-
বাবা
বিকাশের পর্যায় –
মধ্যবয়স
বৈশিষ্ট্য
ওজন বৃদ্ধি পাওয়া, চুল পাকা শুরু হওয়া, হাত পায়ের ব্যথা, দৃষ্টিশক্তি সমস্যা,

পরিবারের সদস্য
মা
বিকাশের পর্যায়-
বয়:প্রাপ্তির শেষভাগ

বৈশিষ্ট্য –
পরিবারের দায়িত্ব পালন করা, সন্তান লালন পালন করা, গৃহ পরিচালনা করা

পরিবারের সদস্য
দাদা-দাদি
বিকাশের পর্যায় –
বার্ধক্য
বৈশিষ্ট্য –
কাজ করার শক্তি হ্রাস পাওয়া, তাদের ধর্মীয় আগ্রহ বাড়ে, জীবন সম্পর্কে হতাশা ও মৃত্যুর ভয় কাজ করা।
পরিবারের সদস্য
বড় ভাই
বিকাশের পর্যায়-
প্রারম্ভিক বয়সপ্রাপ্তিকাল
বৈশিষ্ট্য
পেশা ও সঙ্গী নির্বাচন এর প্রস্তুুততি নেওয়া,বাস্তবমুখী পেশা নির্বাচন এর পথ স্থির করা।
পরিবারের সদস্য
ছোটবোন
বিকাশের পর্যায়
প্রারম্ভিক শৈশব
বৈশিষ্ট্য
কৌতহলী হওয়া,অনেক প্রশ্ন করা,পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলা
পরিবারের সদস্য
আমি
বিকাশের পর্যায়
বয়সন্ধিকাল
বৈশিষ্ট্য
দেহের আকার আকৃতি পরিবর্তন হওয়া,চিন্তা করতে পারা।

হ্যা আমি মনে করি তাদের পর্যায়ে অনুযায়ী
আচরণ করছে। নিম্নে ব্যাখ্যা করা হলাে:
যেহেতু বাবা-মা ও প্রাপ্তির শেষভাগে । তাই
ওজন বৃদ্ধি, চুলপাকা, দৃষ্টিশক্তির সমস্যা
স্বাভাবিক।  এছাড়া পরিবারের দায়িত্ব পালন
সন্তান লালন-পালন ইত্যাদি তাদের বৈশিষ্ট্য।
সুতরাং যথাযথাে আচরণ করছে | দাদা-দাদী
বার্ধক্য পর্যায়ে সুতরাং তারা খুব গঠনমূলক কাজ করবেনা।

এবং ধর্মের প্রতি আগ্রহ দেখাবে সেটাই
স্বাভাবিক। বড় ভাই প্রারম্ভিক ব্যসপ্রাপ্তিকাল
সুতরাং তার এখন বাস্তবমুখী চিন্তা ভাবনা
করবে এবং ছােট বােন প্রারম্ভিক শৈশব সুতরাং
সে বেশি কৌতুহলী হবে এবং অনেক প্রশ্ন
করবে।

ধন্যবাদ।

Related Posts

7 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No