হ্যা বন্ধুরা এটা সঠিক খবর।প্রয়োজনের তাগিদে প্রতিদিনই মোবাইলের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে।তবে ফোন দীর্ঘদিন ব্যবহার করার পরে সেটা নষ্ট হয়ে যায় বা কম দামে বিক্রি করতে হয়।বেশিরভাগ সময় ফেলেই দিতে হয়।তবে সবার জন্য এবার সুখবর নিয়ে এলো বাংলাদেশের মোবাইল আমদানিকারকরা।কারন নষ্ট মোবাইল জমা নিয়ে টাকা দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে মোবাইল আমদানিকারকরা।বাংলাদেশ মোবাইল ইমপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন,নষ্ট মোবাইল জমা দিয়ে মালিক যেন কিছু টাকা পায় সেই উদ্যোগ নেয়া হয়েছে।তিনি বলেছন একটা মোবাইল গড়ে ৩ বছরের বেশি ব্যবহার করা যায় না।ফলে ৩ বছর পরে মোবাইলটি একটি ইলেকট্রনিক বজ্যে পরিনত হয়।বাংলাদেশের ১০০ শপিংমলে আমাদের বুথ থাকবে,যেখানে নষ্ট ফোন ফেরত দিয়ে টাকা পাওয়া যাবে।খুব শিগগিরই এ ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে তিনি জানান।প্রথম দফায় ঢাকার ১০ টি শপিংমলেে এ সুবিধা চালু করা হবে।পরবর্তীতে সেটা সারা বাংলাদেশেে চালু করা হবে।তবে কত টাকা দেয়াা হবে সেটা মোবাইলের অবস্থার উপর বিবেচনা করে দেয়া হবে বলে তিনি জানান।
Mamunul: Complaint against Chhatra League-Juba League at the police station
A written complaint has been lodged with the Sonargaon police station in Narayanganj against local BCL and Juba League leaders...