আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন সেই কামনাই করি সব সময়। নির্জনতা নিয়ে প্রচলিত ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি –
মানুষ সামাজিক জীব। এই কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আপনি জানেন কি মানুষ এর মন বড়ই অদ্ভুদ।একেক সময় তার চাহিদা থাকে একেক রকম।কখনো যদি ছুটে যেতে চায় কোলাহলের মধ্যে, ঠিক কখনো তার মন ছুটে যেতে চাইবে নির্জনতার মাঝে।বাস্তবতার কঠিন বেড়াজালে যখন তার মন একদম বিশিয়ে উঠবে তখনই সে চাইবে খানিকটা একা থাকার, খানিকটা নিজের মতন করে থাকার।খানিকটা একা থাকার নিমিত্তে সে হারিয়ে যেতে যায় নির্জনতায়।কোন এখন নির্জনতায় ঘেরা কোন স্থানে।যেখানে তাকে কেউ চিনবেনা, কেউ যানবেনা।
প্রত্যেকটা মানুষ এর কখনো না কখনো নির্জনতায় হারিয়ে যেতে চায়। হারিয়ে যেতে যায় দূর কোন স্থানে, দুরের কোন রাজ্য। যেখানে থাকবেনা কোন কোলাহল হবে শুধু নির্জনতার আভাস। তাইতো খানিকটা নির্জনতার সান্নিধ্যে থাকতে মানুষ ছুটে যায় দূর থেকে দুরান্তে। চলুন জেনে নেই নির্জনতা নিয়ে প্রচলিত কিছু ক্যাপশন সম্পর্কে –
১. যখন হবে মন খারাপ
হারিয়ে যাবো নির্জনতায় কোন এক কোলাহলের বাইরে এক অজানায়।
২.নিজেকে খুঁজে পেতে হলে হারিয়ে যেতে হবে নির্জনতায়
যেখানে তুমি থাকবে শুধুমাত্র তোমারই সাথে।
৩.মনের অনুভূতি জানতে হলে ফিরে যাও নির্জনতায়
যেখানে তুমি আমি তুমি মিলেমিশে হবে একাকার।
৪.যদি বড় কিছু করতে যাও ছুটে চল নির্জনতায়
যেখানে ফিরে পাবে নিজেকে।
৫.যদি জীবনে কিছু করতে চাও
তাহলে হারিয়ে যাও অজানা গন্তব্যে নির্জনতার মধ্যে।
৬.প্রকৃতি যখন তোমাকে ডাকে
ছুটে যাও প্রকৃতির মায়াজালে, নির্জনতার সান্নিধ্যে।
৭.আপনি যদি নিজের আপন সান্নিধ্য খুঁজে পেতে চান
তাহলে আপনি হারিয়ে যাবেন নির্জনতার মাঝে।
৮.নিজেকে সঠিক উপায়ে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে
নির্জনতা হতে পারে আপনার সবচেয়ে বড় সঙ্গী।
৯.যদি স্বাধীনতার প্রকৃত স্বাদ বেছে নিতে চাও
তাহলে হারিয়ে যাও নির্জনতাকে।
১০. স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে মাঝে মাঝে নির্জনতায় হারিয়ে যেতে হয়।
১১.নির্জনতা মানুষের অন্তর পরিচ্ছন্ন করে তোলে।
১২.সময় অপেক্ষমান নয়
তাই হারিয়ে যেতে চাইলে ফিরে চল নির্জনতায়
১৩.আপন অস্তিত্বের সন্ধানে
মন থেকে সমস্ত ক্লেশ মুছে দিতে চাইলে
ছুটে যান অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে।এছাড়াও নতুন কোন বিষয় নিয়ে জানতে চাইলে জানাতে পারেন কমেন্টবক্সে।ধন্যবাদ সবাইকে। মাস্ক পড়ুন, সুস্থ থাকুন। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোনঃ https://facebook.com/groups/grathor.official/